নিদাহাস ট্রফি

বাংলাদেশের উচ্ছ্বসিত প্রশংসায় হাথুরুসিংহে

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 18:05 বৃহস্পতিবার, 15 মার্চ, 2018

শুক্রবার অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলংকা। এই ম্যাচে হারলেই নিদাহাস ট্রফির ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে স্বাগতিকদের।

এই সমীকরণ মাথায় নিয়েই মাঠে নামবে হাথুরুসিংহের দল। যদিও সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে হতাশায় ডুবেছে শ্রীলংকা। স্কোরবোর্ডে ২১৪ রান যোগ করার পরও হারতে হয়েছে তাদের।

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে দাপুটে জয় তুলে নেয়ার পর বাংলাদেশের বিপক্ষে এই হার ব্যাকফুটে ঠেলে দেয় তাদের। এমনকি এরপরের ম্যাচে ভারতের কাছে হেরে ফাইনালের জায়গা করা নেয়ার কঠিন হয়ে পড়েছে তাদের জন্য।

তাই সব মিলিয়ে বাংলাদেশকে হালকা ভাবে নিচ্ছে না হাথুরুর দল। শুক্রবার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে এসে বাংলাদেশকে প্রশংসায় ভাসান এই লঙ্কান।

এছাড়াও বাংলাদেশের ব্যাটসম্যানদেরকেও কৃতিত্ব দেন তিনি। পাশাপাশি তার দলের বোলাররা যে সেদিন ভালো বোলিং করেনি তাও জানান হাথুরু। তার ভাষায়, 'বাংলাদেশ আমাদের চাপে ফেলেছিল। 

২১৪ করেও আপনি ম্যাচ হারবেন এটা আসলে মেনে নেয়া কঠিন। তাদের ব্যাটসম্যানরা আমাদের বোলারদের চাপে ফেলেছিল। এছাড়াও আমি মনে করে যে আমরা ভালো বোলিং করেছি।

এসব কথা আপনাকে মেনে নিতেই হবে। এটা খুব কমই হয় যে দলের সকল বোলার প্রতি ওভারে দশের উপরে রান দেয়। পাশাপাশি বাংলাদেশ দলের প্রশংসা করতেই হবে। তারা সত্যি অসাধারণ ব্যাটিং করেছে।'