নিদাহাস ট্রফি

নিজেকে ফিট মনে করলেই খেলবেন সাকিব

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 15:54 বৃহস্পতিবার, 15 মার্চ, 2018

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান নিদাহাস ট্রফির শুক্রবারের ম্যাচে যোগ দিতে বিকেলের মধ্যেই দেশ ছাড়ার কথা রয়েছে সাকিব আল হাসানের। তবে সাকিব কি আদৌ পুরোপুরি সুস্থ কিনা এবং আগামীকাল খেলতে পারবেন কিনা সেটি নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। 

অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরীর দেয়া তথ্য মতে এখন পর্যন্ত কোনো সমস্যা খুঁজে পাওয়া যায়নি সাকিবের আঙ্গুলে। টাইগার অলরাউন্ডারের ইনজুরি প্রসঙ্গে দেবাশিষ বলেছেন, 

'চিকিৎসক হিসেবে আমরা দেখছি তার বাঁ-হাতের কনিষ্ঠা আঙুলে কোন সমস্যা আছে কি না। সে কোন ব্যথা অনুভব করে কি না, নির্বিঘ্নে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করতে পারে কি না। তাতে আমরা কোন সমস্যা খুঁজে পাইনি।'

সাকিবকে খেলার জন্যেও যথেষ্ট ফিট বলে আখ্যা দিয়েছেন দেবাশিষ। তাঁর ভাষায়, 'ভেঙে বললে বলতে হয়, আলাদাভাবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করতে সাকিবের কোন সমস্যা হচ্ছে না। যেহেতু তার কোন অভিযোগ নেই, তাই আমরা মনে করছি সে খেলার মত অবস্থায় আছে।'

যদিও সাকিব খেলবেন কিনা কিংবা কতটা ফিট তিনি এটি তাঁর ওপরেই ছেড়ে দিয়েছেন বিসিবির এই চিকিৎসক। নিজেকে যদি সাকিব পুরোপুরি ফিট মনে করেন তবেই সে খেলবে বলে জানান দেবাশিষ। তাঁর বক্তব্য,

'ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে সমস্যা না হওয়া আর ম্যাচ ফিটনেস কিন্তু এক কথা নয়। সাকিব নিজেই ভালো বলতে পারবেন তার ম্যাচ ফিটনেস কতটা। প্রায় পৌনে দুই মাস খেলার বাইরে থেকে হুট করে নামার মত শারীরিক সক্ষমতা তার এসেছে কি না, সেটা সাকিবই ভালো বলতে পারবে, সে নিজেকে ফিট মনে করলে অবশ্যই খেলবে।’

এদিকে সাকিব প্রসঙ্গে প্রধান নির্বাচক নান্নু জানিয়েছেন ব্যাটিং এবং বোলিংয়ের ক্ষেত্রে নাকি কোনো সমস্যা হয়নি সাকিবের বিধায় আগামীকালের ম্যাচে তাঁর খেলার জোর সম্ভাবনা রয়েছে। তবে দেবাশিষের মতো তিনিও সাকিবের ওপরেই খেলা না খেলার বিষয়টি ছেড়ে দিলেন। নান্নু বললেন,     

'গতকাল (বুধবার) সাকিব ব্যাটিং করেছে, কিন্তু কোন ব্যথা অনুভূত হয়নি। তাই আমরা মনে করছি তার ব্যাটিং করার মত সক্ষমতা আছে। এখন কলম্বো গিয়ে কোচ, ভারপ্রাপ্ত অধিনায়ক ও অন্যান্য কোচিং স্টাফদের সঙ্গে কথা সাকিবই ঠিক করবে সে খেলবে কি খেলবে না। তবে আমার কাছে যতটুকু খবর আছে তাতে তার ব্যাটিং ও বোলিং করতে কোন সমস্যা নেই।'