মুস্তাফিজকে নিয়ে মালিঙ্গা

মুস্তাফিজকে ছন্দে ফেরাবেন মালিঙ্গা

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 10:14 বৃহস্পতিবার, 15 মার্চ, 2018

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমানকে। আর মুম্বাইয়ের বোলিং মেন্টর হিসেবে এবার মুস্তাফিজরা পাচ্ছে শ্রীলঙ্কার স্পীড স্টার লাসিথ মালিঙ্গাকে। 

আর ফিজকে ছন্দে ফেরাতে নিজের যথাসাধ্য চেষ্টা করবেন মালিঙ্গা বলে জানিয়েছেন। বর্তমানে নিদাহাস টি টোয়েন্টি ট্রফি খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ দল। সেখানেই মালিঙ্গার সাক্ষাৎকার নিয়েছে দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বিডি নিউজ ২৪।

সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন মুস্তাফিজকে আরো অনেক বেশি ধারালো করে তোলার সামর্থ্য আছে তাঁর। মালিঙ্গা বলছিলেন, 'আমি তাঁকে আসলেই সাহায্য করতে পারবো ওকে আরও ধারাল করে তুলতে পারব আমি, শতভাগ!'

মুস্তাফিজকে নিয়ে কাজ করতে রীতিমত অধীর আগ্রহে অপেক্ষাতেও আছেন মালিঙ্গা। আর নিজের কাজটি ভালো করেই জানেন আন্তর্জাতিক ক্রিকেটে ১৪-১৫ বছর খেলা লাসিথ মালিঙ্গা। এই প্রসঙ্গে তিনি বললেন, 

'১৪-১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। অভিজ্ঞতা আছে কোন পরিস্থিতিতে কি করতে হয়। কোন সময় কোন স্কিলটা দরকার। আমি জানি কখন কোন জিনিসটি দরকার। সবাই আন্তর্জাতিক ক্রিকেটার, খুব বেশি বোঝানোর দরকার নাই।'

মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং মেন্টর আরো জানিয়েছেন মুস্তাফিজকে যতটা সম্ভব সাহায্য করতে চাইবেন তিনি। তাঁর ভাষ্যমতে, 'এরপরও কিছু সময় আসে যখন তারা সবকিছু ঠিকঠাক করতে পারে না। চাপ থাকে। আমি তখন তাদেরকে বোঝাতে পারি কিভাবে সেই মুহূর্তগুলো জয় করতে হয়। মু্স্তাফিজও আছে সেখানে। আমি সত্যিই চাই ওকে সাহায্য করতে।'