নিদাহাস ট্রফি

এবার পারলেন না মুশফিক

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 22:58 বুধবার, 14 মার্চ, 2018

নিদাহাস ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে আবারও পরাজয়ের মুখ দেখলো মাহমুদুল্লাহ রিয়াদের দল। বুধবার ভারতের বিপক্ষে ১৭ রানের হার নিয়ে মাঠ ছাড়ে রিয়াদ বাহিনী। 

এদিন বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া এই ম্যাচে শুরুতে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন টাইগার অধিনায়ক রিয়াদ।  সেই লক্ষ্যে প্রথমে ব্যাট করে রোহিত শর্মার ৮৯ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৭৬ রানের পুঁজি পায় ভারত।

বাংলাদেশের পক্ষে রুবেল হসেন একাই নেন ২টি উইকেট। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৭৭ রান। ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারে শুরুটা ভালো করলেও দ্বিতীয় ওভারে উইকেট দিয়ে বসেন উইকেট রক্ষক লিটন কুমার দাস।

ওয়াশিংটন সুন্দরের বলে ৫ রান করে বিদায় নেন তিনি। লিটন ফিরে গেলেও এর পরের ওভারে ব্যাট হাতে ঝড় তুলেন তামিম ইকবাল শার্দূল ঠাকুরের এক ওভারে ১৯ রান নেন তিনি।  কিন্তু ম্যাচের চতুর্থ ওভারে এসে আবারও আঘাত হানেন সুন্দর। ৩ রান করা সৌম্যকে বোল্ড করেন তিনি।

এরপর বোলিংয়ে এসে আবারও আঘাত হানেন এই স্পিনার। ২৭ রান করা তামিম ইকবালকে বোল্ড আউট করেন তিনি।  পাওয়ার প্লে'তে ৩ উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে উদ্ধার করতে পারেননি অধিনায়ক রিয়াদও। ৮ বলে ১১ রান করে লেগ স্পিনার যুবেন্দ্র চহলের বলে বিদায় নেন তিনি।

এরপর অবশ্য টাইগারদের পক্ষে হাল ধরেন সাব্বির রহমান এবং মুশফিকুর রহিম। এই দুজনের দৃঢ়তায় দলীয় ১০০ পার করে বাংলাদেশ। এরপর সাব্বির ২৭ করে ফিরলেও মুশফিক তুলে নেন চলতি সিরিজে আরেকটি ফিফটি। 

তবে ফিফটি হাঁকালেও দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রানের পুঁজি পায় বাংলাদেশ দল। লড়াকু ইনিংস খেলে ৭২ রানে অপরাজিত থাকেন মুশফিক।

ভারতের পক্ষে স্পিনার ওয়াশিংটন সুন্দর একাই নেন ২২ রান দিয়ে ৩ উইকেট। শুক্রবার শ্রীলংকার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।     

বাংলাদেশ একাদশ- 

তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনি,মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু।  

ভারত একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিষ পান্ডে, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), বিজয় শঙ্কর, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, যুবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ। ভ