নিদাহাস ট্রফি

নাগালেই রইলো ভারত

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 21:12 বুধবার, 14 মার্চ, 2018

নিদাহাস ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে আজ ভারতের বিপক্ষে খেলতে নেমেছে মাহমুদুল্লাহ রিয়াদের বাংলাদেশ দল। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া এই ম্যাচে শুরুতে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন টাইগার অধিনায়ক রিয়াদ। 

এরপর ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেন তাসকিন আহমেদের পরিবর্তে আজ একাদশে সুযোগ পাওয়া আরেক তরুণ পেসার আবু হায়দার রনি। প্রথম ওভারে মাত্র ২ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। এরপর নাজমুল ইসলাম অপুর দ্বিতীয় ওভারে দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান ৯ রান নেন।

প্রথম তিন ওভারে টাইগাররা নিয়ন্ত্রিত বোলিং করলেও চতুর্থ ওভার থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে নেন ভারতের দুই ওপেনার। ১০ ওভারের আগে স্কোরবোর্ডে ৭০ রান যোগ করলেও টাইগার পেসার রুবেল হোসেনের দুর্দান্ত ডিলেভারিতে বোল্ড হয়ে বিদায় নেন ওপেনার শিখর ধাওয়ান। 

তার ব্যাট থেকে আসে ৩৫ রান। ধাওয়ান ফিরলেও ফিফটি তুলে নেন রহিত শর্মা। এরপর সুরেশ রায়না এবং রহিত শর্মা মিলে ১৪ ওভারে দলকে ১০০ রানের পূঁজি এনে দেন। দলীয় ১০০ পূরণের পর হাত খুলে খেলতে শুরু করেন এই দুজন। 

দুজন মিলে দ্বিতীয় উইকেটে যোগ করেন ১০২ রান। শেষ ওভারে রুবেল হোসেনের দ্বিতীয় শিকার হয়ে রায়না ৪৭ রান করে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেও রোহিত শর্মার ৮৯ রানের উপর ভর করে  নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৬ রানের পুঁজি পায় ভারত।

বাংলাদেশের পক্ষে রুবেল হসেন একাই নেন ২টি উইকেট। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৭৭ রান।     

 বাংলাদেশ একাদশ- 

তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনি,মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু।  

ভারত একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিষ পান্ডে, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), বিজয় শঙ্কর, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, যুবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ।