নিদাহাস ট্রফি

কালো ব্যাজ পরে মাঠে নামবে টাইগাররা

Online Desk

Online Desk
প্রকাশের তারিখ: 13:35 মঙ্গলবার, 13 মার্চ, 2018

ভারতের বিপক্ষে নিদাহাস ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে বুধবার মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। নেপালের রাজধানী কাঠমুন্ডুর ত্রিভুবন বিমান বন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানাতে এই ম্যাচে কালো ব্যাজ পরিধান করবে টাইগাররা।

ইতিমধ্যে এই তথ্যটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার ত্রিভুবন বিমান বন্দরে অবতরণ করার সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনার কবলে পরে। মূলত ভুল তথ্য পাওয়ার কারণে রানওয়ের পাশের একটি ফুটবল মাঠে আছড়ে পড়েছিলো বিমানটি।

ফলে বিমানে থাকা ৭১ জন যাত্রীর মধ্যে ৪৯ জনই নিহত হয়েছেন। আর এদের মধ্যে বাংলাদেশি ছিলো বেশ কয়েকজন। এই পরলোকগত যাত্রীদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে পরবর্তী ম্যাচে কালো ব্যাজ পরবে বাংলাদেশ ক্রিকেট দল।  এর আগে ইএউএস বাংলার এই বিমান দুর্ঘটনার পর টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছিলেন, 

‘খবরটি জানতে পেরে ভীষণ মর্মাহত! ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার উদ্দেশে জানাই আমার আর শিশিরের গভীর সমবেদনা। আহত সবার দ্রুত সুস্থতা কামনা করি। মহান সৃষ্টিকর্তা যেন এই বিপর্যয় কাটিয়ে উঠতে তাঁদের পরিবারের সদস্যদের সাহস জোগান, সেই প্রার্থনা করি।'