নিউজিল্যান্ড বনাম উইন্ডিজ ওয়ানডে সিরিজ

প্রশ্নের সম্মুখীন ক্যারিবিয়ান পেসারের ক্যারিয়ার

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 21:54 রবিবার, 24 ডিসেম্বর, 2017

ক্যারিয়ার শুরু হলই না ঠিকমতো! আর এখনই দুঃসংবাদ শুনতে হয়েছে ক্যারিবিয়ান তরুণ পেসার রন্সফোর্ড বিটনকে। কিউইদের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে অভিষিক্ত এই পেসারের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ আম্পায়ারদের।


উল্লেখ্য, গত শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের পরপরই বিটনের বিরুদ্ধে এমন অভিযোগ আনেন আম্পায়াররা। আইসিসির কাছে এ বিষয়ে রিপোর্ট করেছেন তারা। 


আইসিসির নীতিমালা অনুযায়ী, আগামী ১৪ দিনের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে বিটনকে। তবে স্বস্তির খবর হচ্ছে ফল আসা পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচে বোলিং চালিয়ে যেতে পারবেন তিনি।


দ্বিতীয় ম্যাচে অবশ্য ৬০ রান দিয়ে একটি উইকেটও নিয়েছিলেন ক্যারিবিয়ান এই পেসার। তবে টেন্ট বোল্টের দেওয়া ৩৪ রানের বিনিময়ে সাতটি উইকেট ম্যাচ থেকে ছিটকে দেয় উইন্ডিজকে।

 

এমনকি তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এরইমাঝে হেরে গিয়েছে উইন্ডিজ। আগামী মঙ্গলবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি মাঠে গড়াবে।


ছবিঃ-ইন্টারনেট