নিউজিল্যান্ড বনাম উইন্ডিজ ওয়ানডে সিরিজ

বোল্ট ম্যাজিকে সিরিজ কিউইদের

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 13:24 শনিবার, 23 ডিসেম্বর, 2017

ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজকে ২০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২-০ তে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। দলের ব্যাটসম্যানদের সম্মিলিত পারফর্মেন্স এবং ট্রেন্ট বোল্টের দারুণ বোলিংয়েই সহজ জয়টি এসেছে তাদের।


টসে জিতে কিউদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় উইন্ডিজরা। আর এতেই ভুল করে সফরকারীরা। কেননা শুরু থেকেই দাপটের সাথে খেলতে থাকে স্বাগতিক ব্যাটসম্যানরা।


জর্জ ওয়ার্কার ৫৮, কলিন মুনরো ৩০, রস টেইলর ৫৭, অধিনায়ক টম ল্যাথাম ২০, হেনরি নিকোলস ৮৩ (৬২ বল, সাতটি চার, দুইটি ছয়ে) ও টড অ্যাস্টলের ৪৯ রানের সুবাদে ছয় উইকেটে ৩২৫ রানের বিশাল সংগ্রহ দাঁড়া করায় কিউইরা।


সফরকারী বোলারদের মধ্যে শেল্ডল কটরেল তিনটি এবং অধিনায়ক জেসন হোল্ডার দুটি উইকেট লাভ করেন। বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ট্রেন্ট বোল্টের তোপের মুখে পরে ক্যারিবিয়ানরা।


আট নম্বরে নামা অ্যাশলে নার্সের ২৭ রান ছাড়া উল্লেখ করার মতো রান করেনি কেউই! নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে ২৮ ওভারে ১২১ রানে অলআউট হয়ে যায় উইন্ডিজ।


পুরো ১০ ওভার বোলিং করে তিনটি মেডেন সহ মাত্র ৩৪ রান দিয়েছেন ট্রেন্ট বোল্ট। আর উইকেট নিয়েছেন সাতটি। এমন পারফর্মেন্সে ম্যাচসেরাও নির্বাচিত হয়েছেন তিনি।