টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রথম ম্যাচ থেকেই তাসকিনকে পেতে আশাবাদী শান্ত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:58 বুধবার, 15 মে, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সহ-অধিনায়ক হয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছেন তাসকিন আহমেদ। যদিও বিশ্বকাপের দল ঘোষণার আগে তাকে নিয়েই সবচেয়ে বেশি অনিশ্চয়তা ছিল। বিশ্বকাপ দলে থাকলেও তাকে শুরুর দিকে পাওয়া যাবে কিনা তা নিয়ে ছিল সংশয়।

দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, তারা আশাবাদী প্রথম ম্যাচ থেকেই তাসকিনকে পাওয়ার ব্যাপারে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচের আগে সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন এই পেসার। এরপর শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি।

তাসকিনের স্ক্যান রিপোর্টের জন্য বাংলাদেশের দল ঘোষণায় হয়েছে বিলম্ব। স্ক্যান রিপোর্টে বড় কোনো শঙ্কার কিছু দেখা যায়নি। ফলে তাকে নিয়েই ঘোষণা করা হয়েছে বিশ্বকাপ দল। মেডিক্যাল দলের সঙ্গে তাসকিনকে নিয়ে কথা হয়েছে শান্তরও।

এই পেসারকে নিয়ে শান্ত বলেছেন, ‘তাসকিন সুস্থ হয়ে উঠবে আশা করছি প্রথম ম্যাচ থেকেই। না থাকলে ব্যাক আপ অপশন নিয়ে আগাবো। মেডিকেল টিমের কাছ থেকে যতটুকু জেনেছি, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন তিনি।।’

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে দেখা যাবে না তাসকিনকে। সেই সময়ে দলের সঙ্গে থেকেই পুনর্বাসন চলবে তাসকিনের। বিশ্বকাপে বাংলাদেশের লড়াই শুরু হবে ৮ জুন।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচটি হবে সকাল সাড়ে ৬টায়। ১০ জুন টাইগারদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। এই ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। দুটি ম্যাচ যথাক্রমে যুক্তরাষ্ট্রের ডালাস ও নিউইয়র্কে খেলবে বাংলাদেশ।

এরপর বাংলাদেশ চলে যাবে ওয়েস্ট ইন্ডিজে। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ সেখানেই খেলবে বাংলাদেশ। ১৩ জুন সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে একই ভেন্যুতে নেপালের বিপক্ষে খেলবে টাইগাররা। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।