আইপিএল

আইপিএলের 'দুই বাউন্স' নিয়ম আন্তর্জাতিক ক্রিকেটে চান কনওয়ে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:06 শুক্রবার, 26 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সময়ের সঙ্গে তাল মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এসেছে অভিনব সব নিয়ম। আর ক্রিকেটের কল্যাণে আইসিসি নিজেও হেঁটেছে সেই নিয়মের পথে। যার শেষটি ছিল স্ট্র্যাটেজিক টাইম-আউট। এবার চলমান আইপিএলের ওভার প্রতি দুই বাউন্সের নতুন নিয়ম মনে ধরেছে নিউজিল্যান্ড ক্রিকেটার ডেভন কনওয়ের।

২২ গজের লড়াইয়ে বোলারদের কাজটা দিন দিন কঠিন হয়ে দাঁড়াচ্ছে। একটা সময় যেখানে টি-টোয়েন্টিতে ১৫০-১৬০ রান চ্যালেঞ্জিং ছিল, সেখানে বর্তমানে ২০০ রান ডিফেন্ড করতেও বোলাররা হিমশিম খাচ্ছেন। তাই বোলাদের বাড়তি সুবিধা দিতে চলমান আসর থেকে ওভার প্রতি দুটি বাউন্সের নিয়ম করেছে আইপিএল।

এই নিয়মের ফলে ব্যাটাররা বাড়তি চাপে পড়ছেন। কারণ বোলাররা ওভারে একটি বাউন্স করলে ব্যাটাররা নিশ্চিত থাকেন আর কোনো বাউন্স আসছে না। ফলে ব্যাটারদের জন্য পরবর্তী বলগুলো মোকাবেলা করা বা শট নির্বাচন করতে সুবিধা হয়। কিন্তু দুটি বাউন্স থাকলে ব্যাটাররা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকেন।

নতুন নিয়ম নিয়ে কনওয়ে বলেন, 'দুই-বাউন্সার নিয়মটি একটি মূল্যবান সংযোজন। যা টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের জন্য দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জ মোকাবেলা করতে সহায়তা করবে। আর এটা ব্যাটারদের চিন্তা করতে বাধ্য করছে এবং তাদের অনুমানকে বাঁধাগ্রস্ত করছে। এর ফলে ব্যাটারদের ওপর বিভিন্ন ধাপে চাপ প্রয়োগ করা সম্ভব।'

চলতি আইপিএলেও বোলাররা বারবার চ্যালেঞ্জের মুখে পরছে। যেখানে সানরাইজার্স হায়দরাবাদ বেশ কয়েকটি ম্যাচে তিনশ রানের কাছাকাছি চলে গিয়েছিল। সবশেষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ২৮৭ রান তুলেছিল দলটি। ফলে দিন দিন ব্যাটারদের এমন আক্রমণাত্মক হওয়া আটকাতে বোলারদের একটি অস্ত্র হতে পারে ওভার প্রতি দুই বাউন্স।

তাই কনওয়ে বলছেন আইপিএলের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও ওভার প্রতি দুই বাউন্সের নিয়ম দেখতে চান। এই বিষয়ে তিনি আরও বলেন, 'আমরা ইতিমধ্যে এই আইপিএলে এর কিছু সুবিধা দেখেছি, এবং ভবিষ্যতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটি (এই নিয়ম) আদর্শ না হওয়ার কোনো কারণ দেখছি না।'