ঢাকা প্রিমিয়ার লিগ ২০২৪

সুপার লিগের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম পর্বে নেই সাকিব

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 14:57 মঙ্গলবার, 23 এপ্রিল, 2024

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

শেখ জামাল ধানমন্ডি ক্লাব সেরা ছয়ে থাকলেও সুপার লিগে খেলবেন না সাকিব আল হাসান! কদিন আগে এমন গুঞ্জন তৈরি হলেও সুপার লিগে খেলতেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন তারকা এই অলরাউন্ডার। দ্বিতীয় রাউন্ড থেকেই শেখ জামালের হয়ে খেলবেন তিনি। তবে সুপার লিগে খেলার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম পর্বে পাওয়া যাবে না সাকিবকে।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন সাকিব। যেখানে ব্যাট হাতে তারকা অলরাউন্ডার ১০৬ রান করেছেন। বোলিংয়ে সাকিবের শিকার ৬ উইকেট। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলেছেন সাকিব। লঙ্কানদের বিপক্ষে হারের কয়েকদিন পর ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে যান তিনি। 

সুপার লিগে খেলবেন না এমন ‍গুঞ্জনের মাঝে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। দ্বিতীয় রাউন্ড থেকেই ম্যাচ খেলতে দেখা যাবে সাকিবকে। শুধু তাই নয়, সুপার লিগে অংশ নেয়ার কারণে বাংলাদেশের এই অলরাউন্ডার খেলবেন না জিম্বাবুয়ে সিরিজের চট্টগ্রাম পর্বে। 

ফিটনেস ঠিক অবস্থায় থাকলে সাকিব ফিরতে পারেন ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া শেষ দুটি টোয়েন্টিতে। যদিও বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন, সাকিব দেশে ফেরার পর আলোচনা করে নেয়া হবে সিদ্ধান্ত।

জালাল ইউনুস বলেন, ‘সাকিব তো দেশে ফিরবে দুই একদিনের মধ্যে। এরপর সে সুপার লিগে খেলবে। আমরা ওর সঙ্গে বসবো, এরপর সিদ্ধান্ত নিব। তবে শুনেছি সুপার লিগে সে খেলবে, সে জন্য জিম্বাবুয়ের সাথে শুরুর দিকে নাও খেলতে পারে। আলোচনার পর আমরা নিশ্চিত হতে পারব।’

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আসন্ন সিরিজের জন্য যদিও এখনও দল ঘোষণা করেনি বিসিবি। সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলের ফিটনেস টেস্টে অংশ নিয়েছিলেন ৩৪ জন ক্রিকেটার। ছিলেন না সাকিব।

সিরিজের প্রথম তিন টি-টুয়েন্টি হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যথাক্রমে আগামী ৩, ৫ ও ৭ মে। তারপর মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ১০ ও ১২ মে হবে শেষ দুটি ম্যাচ।

ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলেছেন সাকিব। যেখানে রুপগঞ্জ টাইগার্সের বিপক্ষে তিনি করেছিলেন ৩৪ রান। আর হাফ সেঞ্চুরি পেয়েছিলেন গাজি গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। বল হাতে ৩ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট, সিটি ক্লাবের বিপক্ষে নিয়েছিলেন ৩৯ রান দিয়ে ৩ উইকেট।