আইপিএল

চাহালের ‘ডাবল সেঞ্চুরির’ ম্যাচে রাজস্থানের নায়ক সন্দীপ-জয়সাওয়াল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 00:24 মঙ্গলবার, 23 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

যুবেন্দ্র চাহালের মিডল স্টাম্পের করা গুড লেংথ ডেলিভারিতে লেগ সাইডে পুশ করতে চাইলেন মোহাম্মদ নবি। ব্যাটে-বলে করতে পারলেও টপ এজ হয়ে বল চলে যায় চাহালের হাতে। সহজ ক্যাচ নিয়ে আনন্দ উল্লাসে ফেঁটে পড়লেন অভিজ্ঞ এই লেগ স্পিনার। নবিকে ফেরানো উইকেটের মাহাত্ম অনেক বেশি চাহালের কাছে। কারণ আফগানিস্তানের তারকা ব্যাটারকে ফিরিয়ে আইপিএলের প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করেছেন চাহাল।

ডানহাতি এই লেগ স্পিনারের উইকেটের ‘ডাবল সেঞ্চুরির’ দিনে বল হাতে আলো ছড়িয়েছেন সন্দীপ ওয়ারিয়র। সূর্যকুমার যাদব, ইশান কিশান ও তিলক ভার্মার সঙ্গে এদিন মুম্বাই ইন্ডিয়ান্সের ৫ ব্যাটারকে নিজের শিকার বানিয়েছেন তিনি। সন্দীপের ১৮ রানে ৫ উইকেট নেয়ার ম্যাচে রাজস্থান রয়্যালসকে জেতাতে ব্যাট হাতে বাকি কাজটা সেরেছেন যশস্বী জয়সাওয়াল। ১৮০ রান তাড়ায় তরুণ এই ওপেনার খেলেছেন অপরাজিত ১০৪ রানের ইনিংস। মুম্বাইকে ৯ উইকেটে হারিয়ে প্লে অফের আরও কাছে রাজস্থান।

জয়পুরে মুম্বাইয়ের দেয়া ১৮০ রানের লক্ষ্য তাড়ায় রাজস্থানকে দারুণ শুরু এনে দেন জস বাটলার এবং জয়সাওয়াল। পাওয়ার প্লেতে কোন উইকেট হারিয়ে তারা দুজনে যোগ করেন ৬১ রান। পাওয়ার প্লে শেষ হওয়ার পরই হানা দেয় বৃষ্টি। কয়েক মিনিটের বৃষ্টি শেষে আবারও শুরু হয় খেলা। বৃষ্টির পরও আগের গতিতেই রান তুলে যাচ্ছিলেন বাটলার ও জয়সাওয়াল। তবে অষ্টম ওভারে এসে তাদের দুজনের জুটি ভাঙেন পিযুষ চাওলা।

ডানহাতি এই লেগ স্পিনারের শর্ট লেংথ ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন বাটলার। দারুণ ছন্দে থাকা ইংল্যান্ডের এই ওপেনার ফিরেছেন হাফ সেঞ্চুরি পাওয়ার আগে ৩৫ রানের ইনিংস খেলে। বাটলার ফেরার কিছুক্ষণ পরই পঞ্চাশ ছুঁয়েছেন জয়সাওয়াল। চাওলার বলে মিড উইকেটে ঠেলে দিয়ে এবারের আসরে নিজের প্রথম হাফ সেঞ্চুরি করেছেন বাঁহাতি এই ওপেনার। যদিও সেই ওভারেই সাজঘরে ফিরতে পারতেন তিনি। ওভারের শেষ বলে সীমানায় দাঁড়িয়ে থাকা নেহাল ওয়াদেরার হাতে ক্যাচ দিলেও সেটা লুফে নিতে পারেননি।

৫০ রানে জীবন পাওয়ার পর মুম্বাইয়ের বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন জয়সাওয়াল। দ্রুতগতিতে রান তুলতে থাকেন সাঞ্জু স্যামসনও। এদিকে হাফ সেঞ্চুরিকে শেষ পর্যন্ত জয়সাওয়াল রূপান্তর করেছেন সেঞ্চুরিতে। তিলকের অফ স্টাম্পের বাইরের বলে কভারে ঠেলে দিয়ে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। একই ওভারের চতুর্থ বলে চার মেরে রাজস্থানের জয় নিশ্চিত করেছেন ১০৪ রানে অপরাজিত থাকা জয়সাওয়াল। তাকে সঙ্গ দেয়া অধিনায়ক স্যামসন করেছেন ৩৮ রান।

এর আগে ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মুম্বাই। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা, ইশান, সূর্যকুমাররা। প্রথম লেগের মতো দ্বিতীয় দেখাতেও রোহিতকে ফিরিয়েছেন ট্রেন্ট বোল্ট। ৫২ রানে ৪ ‍উইকেট হারানোর পর মুম্বাইয়ের হাল ধরেন ওয়াদেরা এবং তিলক। তাদের দুজনের জুটি থেকে আসে ৯৯ রান।

দারুণ ব্যাটিংয়ে তিলক ৬৫ রানের ইনিংস খেললেও ওয়াদেরা ফিরেছেন ২৪ বলে ৪৯ রানে। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে কিছুই করতে পারেননি হার্দিক পান্ডিয়া, টিম ডেভিডরা। যার ফলে ওয়াদেরা এবং তিলকের ব্যাটের ওপর ভর করে ১৭৯ রানের পুঁজি পায় মুম্বাই। রাজস্থানের হয়ে ১৮ রানে ৫ উইকেট নিয়েছেন সন্দীপ। এ ছাড়া বোল্ট দুটি, আভেষ খান এবং চাহাল নিয়েছেন একটি করে উইকেট।