আইপিএল

মুম্বাইয়ের জয়ের রাতে জরিমানা গুনলেন হার্দিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:11 শুক্রবার, 19 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

পাঞ্জাব কিংসের বিপক্ষে গত রাতে দারুণ এক জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দলের জয়ের দিনে শাস্তি পেয়েছেন হার্দিক পান্ডিয়া। স্লো ওভার রেটের কারণে জরিমানা গুণতে হলো এই অলরাউন্ডারকে।

একটি বিবৃতিতে এমনটাই জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। স্লো ওভার রেটের কারণে মোট ১২ লাখ রুপি জরিমানা গুনছেন মুম্বাই ইন্ডিয়ান্সের নয়া অধিনায়ক। ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত মেনে নেয়ায় আর কোনও শুনানির প্রয়োজন পড়বে না।

এক বিবৃতিতে আইপিএল ম্যানেজমেন্ট বলেছে, 'মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের স্লো ওভারে রেটের কারণে মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে জরিমানা করা হয়েছে।'

'হার্দিকের দল প্রথমবারই এই ভুল করেছে। আইপিএলের নিয়ম অনুযায়ী মন্থর বোলিং করলে জরিমানা করা হয়। সেই নিয়মে মুম্বাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।'

ম্যাচটিতে স্লো ওভার রেটের কারণে হারতে বসেছিল মুম্বাই। শেষ দুই ওভারে বাউন্ডারি সীমানায় পাঁচজনের জায়গায় মাত্র চারজন রাখতে পেরেছিল দলটি। শেষ দুই ওভারে পাঞ্জাবের দরকার ছিল ২৩ রান।

হার্দিক ও আকাশ মাধওয়াল বল করেছেন বাউন্ডারিতে এক ফিল্ডার কম রেখেই।
যদিও শেষ পর্যন্ত ম্যাচটি ৯ রানে জিতে যায় মুম্বাই। আগে ব্যাটিং করে সূর্যকুমার যাদবের ৫৩ বলে ৭৮ রানের ইনিংসে ১৯২ রান তোলে মুম্বাই। জবাবে আশুতোষ শর্মার ২৮ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস সত্ত্বেও ১৮৩ রানের থামতে হয় পাঞ্জাবকে।