বাংলাদেশ ক্রিকেট

লক্ষ্ণৌর হয়ে আইপিএল খেলার প্রস্তাব পেয়েছিলেন শরিফুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:30 বৃহস্পতিবার, 18 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন শরিফুল ইসলাম। যদিও এই পেসারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কম সময়ের জন্য অনাপত্তিপত্র দেবে বলায় শরিফুলের সাথে আরও যোগাযোগই করেনি লক্ষ্ণৌ।

ঢাকা প্রিমিয়ার লিগে আজ ছিল গ্রুপ পর্বে আবাহনী লিমিটেডের শেষ ম্যাচ। এই ম্যাচে চার উইকেট নিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে একাই ধসিয়ে দেন শরিফুল। শীর্ষে থাকা দলটির হয়ে ৩৫ রান খরচায় চার উইকেট নেন শরিফুল।

এই ম্যাচের পর টি-স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান শরিফুল, 'লক্ষ্ণৌ থেকে ম্যাসেজ দিয়েছিলো। তারা আমাকে চাচ্ছিলো কিন্তু এনওসির সময়টা খুব কম ছিলো এ জন্য তারা আর পরে রেসপন্স করে নাই। যদি পুরো এনওসি দিতো বিসিবি তাহলে হয়ত (খেলতে পারতাম)...'

বাংলাদেশের পেসারদের প্রতি আরও আগেও আগ্রহ দেখিয়েছে লক্ষ্ণৌ। আইপিএলের গত আসরে এই দলটির হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ। সেবার বিসিবি তাসকিনকে অনাপত্তিপত্র দিতে রাজি না হওয়ায় আর আইপিএল খেলা হয়নি তাসকিনের।

শরিফুল-তাসকিনরা আইপিএল না খেলতে পারলেও মুস্তাফিজুর রহমান বরাবরের মতোই আইপিএল খেলছেন। ইতোমধ্যেই পাঁচ ম্যাচে দশ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনে আছেন তিনি।

মুস্তাফিজ প্রসঙ্গে শরিফুল বলেন, 'মুস্তাফিজ ভাইয়ের সঙ্গে সবসময় কথা হয়। উনি ফোন দেয়, আমি দেই। উনি বলে যে ওখানে চাপ কম। এজন্যই হয়ত বাড়তি আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারছে।'