পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ

বাবরদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের আশায় নিউজিল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:12 বুধবার, 17 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে নিউজিল্যান্ড। এরই মধ্যে সিরিজ খেলতে পাকিস্তানে পৌঁছেছে। যদিও এই সিরিজে নেই নিউজিল্যান্ডের বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটার। পাকিস্তান সফরে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল।

বেশিরভাগ ক্রিকেটার ব্যস্ত সময় পার করছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। এ ছাড়া চোটে পড়েছেন ডেভন কনওয়ে, উইল ইয়ং ও অ্যাডাম মিলনে। ফলে দ্বিতীয় সারির দল নিয়েই পাকিস্তানের বিপক্ষে খেলতে হচ্ছে কিউইদের। তবুও পাকিস্তানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের আশায় মার্ক চ্যাপম্যান।

এ প্রসঙ্গে চ্যাপম্যান বলেন, 'আমরা জানি কয়েকজন ক্রিকেটার নেই। দলে যারা আছে তারাও খুব ভালো ক্রিকেটার। এখানে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে যারা ঘরোয়া ক্রিকেটে নিজেদের স্কিল এবং পারফরম্যান্স দেখিয়েছে। ছেলেরা এই সিরিজে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে।'

এই সিরিজ দিয়েই দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের অধিনায়ক হিসেবে ফিরছেন বাবর আজম। এ ছাড়া পাকিস্তান সুপার লিগে পারফর্ম করা নিয়মিত ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে স্বাগতিকরা। তাই শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কাড়ার সুযোগ দেখছেন চ্যাপম্যান। 

তিনি বলেন, 'তারা বেশ শক্তিশালী দল। পাকিস্তান তাদের সেরা দল নিয়েই আমাদের বিপক্ষে নামছে। এটা আমাদের তরুণ ক্রিকেটারদের জন্য দারুণ সুযোগ পাকিস্তানের সেরা দলের বিপক্ষে তাদের প্রতিভা দেখানোর। দলের সদস্যরা পারফর্ম করে নির্বাচকদের নজর কাড়তে মুখিয়ে আছে। এখানে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। আশা করছি সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

আগামী ১৮ এপ্রিল শুরু হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরবর্তী তিন ম্যাচ হবে ২০, ২১ ও ২৫ এপ্রিল। আর ২৭ এপ্রিল শেষ হবে দুই দলের টি-টোয়েন্টির লড়াই। সিরিজের প্রথম তিন ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে। আর শেষ দুটি ম্যাচের ভেন্যু করা হয়েছে লাহোরকে।