ডিপিএল

৪ হাফ সেঞ্চুরি আর গাফফারের তোপে গাজীর বড় জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:54 মঙ্গলবার, 16 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

গাজী গ্রুপ ক্রিকেটার্সের সামনে পাত্তাই পায়নি ব্রাদার্স ইউনিয়ন। চার ব্যাটারের হাফ সেঞ্চুরির পর বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে আব্দুল গাফফার-শেখ পারভেজ জীবনদের দারুণ বোলিংয়ে ১৩০ রানের জয় পেয়েছে গাজী গ্রুপ।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারেই মেহেদী মারুফের উইকেট হারায় গাজী গ্রুপ। রাহাতুল ফেরদৌসের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে ফিরে যান দুই রান করা মারুফ। তারপর ১৩৩ রানের জুটি গড়েন আনিসুল ইসলাম এবং হাবিবুর রহমান।

এই জুটিতে দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। এই জুটিও ভাঙেন রাহাতুল। তাকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ইমতিয়াজ হোসেনের তালুবন্দি হন ৫৫ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস খেলা হাবিবুর। ১৫৯ রানের মধ্যে আনিসুল ইসলামের উইকেটও হারায় দলটি।

৬৩ বলে ৬৫ রান করা এই ব্যাটারকে ফেরান জুবায়ের লিখন। লং অফে এই ক্যাচটি নেন নাইম ইসলাম। তারপর ১১৪ রানের জুটি গড়েন সাব্বির হোসেন এবং আল আমিন জুনিয়র। এই জুটিও ভাঙেন রাহাতুল। ৬৬ বলে ৬৪ রান করা আল আমিন তার গুড লেংথের ডেলিভারিতে খোঁচা দিয়ে উইকেটরক্ষকের মুঠোয় ক্যাচ তুলে দেন।

এরপর মঈন খানকে সঙ্গে গিয়ে ৫৩ রানের জুটি গড়েন সাব্বির। ২২ বলে ২৭ রানের ইনিংস খেলার পথে দলকে তিনশ পার করান মঈন। শেষ ওভারে রানআউট হওয়ার আগে ৭৮ বলে ৭৪ রানের অনবদ্য এক ইনিংস খেলেন সাব্বির। সাত উইকেটে ৩৪৪ ব্রাদার্সের হয়ে ৫৬ রান খরচায় তিন উইকেট নেন রাহাতুল।

বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় ব্রাদার্স। ৩৯ রানে ভাঙে দলটির ওপেনিং জুটি। ১০৩ রান তুলতে আরও দুটি উইকেট হারায় দলটি। বৃষ্টির কারণে কিছুক্ষণ পরপর উইকেট হারানোর দলটির লক্ষ্যতেও পরিবর্তন আসে।

বৃষ্টি আইনে ৪১ ওভারে ৩০৯ রানের লক্ষ্য দাঁড়ায় দলটির। যদিও আব্দুল গাফফার-শেখ পারভেজ জীবনের দারুণ বোলিংয়ে ৪০.৩ ওভারে ১৭৮ রানে অলআউট হয় ব্রাদার্স। ৩৪ রান খরচায় চার উইকেট নেন গাফফার। ১৩ রান খরচায় দুই উইকেট নেন জীবন। ব্রাদার্সের হয়ে ইনিংস সর্বোচ্চ ৮৪ বলে ৫১ রান করেন আব্দুল মজিদ। আর কেউই সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি।