বাংলাদেশ ক্রিকেট

‘বিশ্বকাপে ম্যাচ জিততে বাংলাদেশের ক্রিকেটাররা ১২০ ভাগ দেবে’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:12 মঙ্গলবার, 16 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

আইসিসির ওয়ানডে বা টি-টোয়েন্টি বিশ্বকাপে বরাবরই অনেক প্রত্যাশা থাকে বাংলাদেশ দলকে ঘিরে। দর্শক, সমর্থকদের সেই সব প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেন না ক্রিকেটাররা। এবার তাই সমর্থকদের প্রত্যাশা করতেই মানা করছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক অবশ্য জানিয়েছেন, ক্রিকেটাররা ১২০ ভাগ দিয়েই ম্যাচ জিততে চাইবে।

আইপিএলের পরই যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে গ্রুপ ‘ডি’-তে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে খেলবে বাংলাদেশ।

প্রথম পর্বের প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল উঠবে সুপার এইটে। সেখানে আটটি দল খেলবে দুটি গ্রুপে ভাগ হয়ে। এদিকে জনপ্রিয় গণমাধ্যম দ্যা টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, চারটি গ্রুপের মধ্যে সবচেয়ে ‘কঠিন’ গ্রুপে পড়েছে বাংলাদেশই।

সেক্ষেত্রে পরের রাউন্ডে যেতেই অনেক চড়াই-উতরাই পার হতে হবে বাংলাদেশ দলকে। শান্ত অবশ্য আশা হারাচ্ছেন না। দলের ক্রিকেটারদের ওপর পরিপূর্ণ ভরসা রাখছেন বাংলাদেশের অধিনায়ক। তবে প্রত্যাশার চাপ যেন দলকে কাবু করতে না পারে, সেদিকেই আপাতত নজর রাখছেন তিনি।

শান্ত বলেন, 'প্রতি বছর আমি দেখি, বিশ্বকাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয়। প্রত্যাশা, এটা করব, সেটা করব এসব নিয়ে অনেক কথাবার্তা হয়। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে। এই প্রত্যাশা খুব একটা করার দরকার নেই। এই প্রত্যাশা সবার মনের মধ্যে থাক। আপনারা জানেন বাংলাদেশ দল কী চায়, আমরা খেলোয়াড়রাও জানি বাংলাদেশকে কতদূর নিয়ে নিয়ে যেতে চায়। সবাই চায় যে অনেক বড় কিছু করি। কিন্তু এটা নিয়ে যখন, খুব বেশি মাতামাতি হয়, তখন আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না। কারণ, দরকার নাই। ফলাফল যখন হবে তখন বোঝা যাবে।'

'আমি একটা জিনিস বলতে পারি, যে দলটা খেলবে তারা ১২০ ভাগ দিবে, প্রতিটি ম্যাচ জেতার জন্য। এই নিশ্চয়তা আমি দিতে পারি। এবং প্রতিটি ম্যাচ জেতার জন্য খেলবে। প্রতিটি ম্যাচ আমরা যখন খেলি, তখন অনেক আশা নিয়েই খেলি। আমরা যেটা পারি, ওই জিনিসটা করার চেষ্টা করি। আমরা জেতার জন্য খেলবে কিন্তু আগে থেকে জেতার আশা করছি, এবার একটু বেশ প্রত্যাশা করছি, আমার অনুরোধ থাকবে এই বিষয় নিয়ে আমরা যেন মাতামাতি না করি।'

গত বছরের ওয়ানডে বিশ্বকাপেও প্রত্যাশা করা হচ্ছিল বাংলাদেশ দলকে নিয়ে। যদিও সেই বিশ্বকাপে কেবল আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পেরেছে বাংলাদেশ। কাগজে-কলমে সেটিই ছল বাংলাদেশের সবচেয়ে বাজে বিশ্বকাপ।