আইপিএল

জিম্বাবুয়ে সিরিজ না খেলে আইপিএল খেললে মুস্তাফিজ বেশি শিখবে: আকরাম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:42 সোমবার, 15 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

চেন্নাই সুপার কিংসের জার্সিতে বল হাতে সময়টা বেশ ভালো যাচ্ছে মুস্তাফিজুর রহমানের। দারুণ ছন্দে থাকলেও ৩০ এপ্রিল দেশে ফিরতে হচ্ছে বাঁহাতি এই পেসারকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মুস্তাফিজকে পেতেই ৩০ এপ্রিল পর্যন্ত অনাপত্তি পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আকরাম খান মনে করেন, জিম্বাবুয়ে সিরিজের চেয়ে আইপিএলে খেললে বেশি কিছু শিখতে পারবেন মুস্তাফিজ।

৬ ম্যাচে ১১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সবার উপরে আছেন রাজস্থান রয়্যালসের স্পিনার যুবেন্দ্র চাহাল। সমান ম্যাচে ১০ উইকেট নিয়ে দুইয়ে আছেন জসপ্রীত বুমরাহ। ভারতের এই তারকা পেসারের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান ১০ উইকেট নিয়ে মুস্তাফিজ আছেন তালিকার তিনে। এমন ছন্দে থাকলেও পুরো মৌসুম বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে পাবে না চেন্নাই। মূলত অনাপত্তি পত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দেশে ফিরতে হবে তাকে।

বিসিবির পক্ষ থেকে মুস্তাফিজকে অনাপত্তি পত্র দেয়া হয়েছে ৩০ এপ্রিল পর্যন্ত। এই সময়ের মাঝে তিনটি ম্যাচ খেলবে চেন্নাই। যেখানে ১৯ ও ২৩ এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এবং ২৮ এপ্রিল বর্তমান চ্যাম্পিয়নরা খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। মূলত ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে। যদিও বিসিবির এমন সিদ্ধান্তে খুশি নন বেশিরভাগ সাবেক ক্রিকেটার ও সমর্থকরা।

সবারই চাওয়া জিম্বাবুয়ে সিরিজে না খেলিয়ে আইপিএলের পুরো মৌসুমের জন্য ছেড়ে দেয়া হোক মুস্তাফিজকে। অন্যান্যদের মতো একই সুরে কথা বলেছেন আকরাম। বিসিবি পরিচালক ও বাংলাদেশের সাবেক অধিনায়কের চাওয়া জিম্বাবুয়ে সিরিজ বাদ দিয়ে আইপিএল খেলবে বেশি কিছু শিখতে পারবেন মুস্তাফিজ। তাতে করে বাঁহাতি এই পেসার যেমন উপকৃত হবেন তেমনি বাংলাদেশও লাভবান হবে বিশ্বকাপে।

মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আকরাম বলেন, ‘মুস্তাফিজ যে ধরনের খেলোয়াড় ওকে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনি শতভাগ লাভবান হবেন। যেটা আপনার ধোনির দল করছে। আপনি দেখুন, কলকাতার বিপক্ষে ও যেভাবে বোলিং করেছে, যে পরিকল্পনা করেছে। সত্যি কথা বলতে ও চেন্নাইয়ের হয়ে যত ম্যাচ খেলবে সে ব্যক্তিগতভাবে লাভবান হবে তার সঙ্গে বাংলাদেশও লাভবান হবে। কারণ জিম্বাবুয়ের সাথে খেলার চেয়ে ওখানে খেললে অনেক কিছু শিখতে পারবে। ড্রেসিং রুমের ব্যাপার আছে, বড় খেলোয়াড়দের সাথে খেলবে, ওখানকার মান ভালো, বিভিন্ন উইকেট, বিভিন্ন মানের খেলোয়াড়ের সাথে খেলবে। আমার মনে হয় ওর সুযোগ পাওয়া উচিত।’

অভিষেকের পর বোলিং বৈচিত্র দিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন মুস্তাফিজ। প্রথম দুই বছরে বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটারদের বোকা বানিয়েছেন বাঁহাতি এই পেসার। তবে কাঁধের অপারেশন করার পর নিজের ছন্দ খুঁজে পাচ্ছিলেন না তিনি। সবশেষ কয়েক বছরে দেখা মেলেনি পুরনো মুস্তাফিজকে। তবে চেন্নাইয়ের জার্সিতে তুলনামূলক ভালো করছেন বাঁহাতি এই পেসার। যার ফলে মুস্তাফিজের অনাপত্তি পত্রের মেয়াদ বাড়ানোর বিষয়টি বোর্ডকে ভেবে দেখার পরামর্শ দিয়েছেন আকরাম।

বিসিবির এই পরিচালক বলেন, ‘আমার কাছে যেটা মনে হচ্ছে মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে কিন্তু আমরা চিন্তিত ছিলাম। কারণ ও গত এক বছর ধরে ধুঁকছিল। আইপিএলে কিন্তু ওর পারফরম্যান্স ভালোর দিকেই যাচ্ছে, একদম যে ভালো হচ্ছে তা না। যেহেতু ও লঙ্গার ভার্সনে খেলে না আইপিএলে গিয়ে যদি এরকম ভালো করতে থাকে তাহলে বিশ্বকাপে আমরা বেশি লাভবান হবো। এই জিনিসটা চিন্তা করতে পারে বোর্ড। তারপরও এটা নির্ভর করছে টিম স্টাফ, নির্বাচক যারা আছেন তারা চিন্তা-ভাবনা করবে। কিন্তু ও যে ভালো করছে এটা বাংলাদেশের জন্য ভালো।’