আইপিএল

মুম্বাই-চেন্নাই ম্যাচকে 'এল ক্ল্যাসিকো' আখ্যা দিলেন বিশপ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:35 রবিবার, 14 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে দারুণ শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। প্রথম দুই ম্যাচেই তারা দারুণ জয় পেয়েছিল। যদিও এরপর তারা হোঁচট খেয়েছে এবং ঘুরেও দাঁড়িয়েছে।

৫ ম্যাচ খেলে এরই মধ্যে ৩টি জয় তুলে নিয়েছে রুতুরাজ গায়কোয়াড়ের দল। তারাই রবিবার মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ান্সের। হার্দিক পান্ডিয়ার দল ৫ ম্যাচ খেলে ২টিতে জয় পেয়েছে।

এই দুই দলের লড়াইয়ে এল ক্ল্যাসিকো আখ্যা দিয়েছেন ক্যারিবীয় কিংবদন্তী ইয়ান বিশপ। মূলত লা লিগার দুই ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াইকে এল ক্ল্যাসিকো বলা হয়।

এবার মুম্বাই-চেন্নাইয়ের লড়াই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিশপ লিখেছেন, 'এল ক্যাসিকো আজ!!! ওয়াংখেড়েতে সিএসকে বনাম এমআই ম্যাচ দুর্দান্ত হকিছু হতে যাচ্ছে।'

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। দলটির হয়ে ৪ ম্যাচে ৯ উইকেট শিকার করেছেন তিনি। আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিন নম্বরে আছেন এই পেসার।

মুম্বাই বিপক্ষে চেন্নাইয়ের ভালো পারফরম্যান্সের অনেকটাই নির্ভর করছে মুস্তাফিজের বোলিংয়ের ওপর। এবারের আইপিএলে দলটির ত্রাতার ভূমিকায় অবতীর্থ হয়েছেন এই পেস তারকা। প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে প্রায় একাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ধসিয়ে দিয়েছিলেন মুস্তাফিজ।