নেপাল-কাতার সিরিজ

৬ বলে ৬ ছক্কা মেরে যুবরাজ-পোলার্ডদের পাশে দীপেন্দ্র

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:19 রবিবার, 14 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

যেকোনো ব্যাটারের জন্যই ছয় বলে ছয় ছক্কা মারা স্বপ্নের মতো। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের যুবরাজ সিং ও কাইরন পোলার্ডের এই কীর্তি আছে।

এবার সেই কীর্তিতে নাম লেখালেন নেপালের ব্যাটার দীপেন্দ্র সিং আইরে। তিনি কাতারের বিপক্ষে আম আমেরাত স্টেডিয়ামে এই বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছেন। স্বাগতিকদের বিপক্ষে ২১ বলে ৬৪ রান করেছেন তিনি।

এই ইনিংস খেলার পথে তিনটি চারের সঙ্গে ৭টি ছক্কা মারেন দীপেন্দ্র। এর মধ্যে ৬টিই এসেছে কাতারের মিডিয়াম পেসার কামরান খানের এক ওভারে। 

ইনিংসের শেষ ওভারের আগে ১৫ বলে ২৮ রান করে অপরাজিত ছিলেন দীপেন্দ্র। শেষ ওভারের প্রতিটি বলেই ছক্কা হাঁকান দীপেন্দ্র। তার ২১ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ২১০ রানের বিশাল পুঁজি পায় নেপাল।

জবাবে খেলতে নেমে ১৭৮ রানে গুটিয়ে যায় কাতার। ফলে ৩২ রানে ম্যাচ জিতে নেয় সফরকারী নেপাল। দীপেন্দ্রর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম এই কীর্তি গড়েন যুবরাজ।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে ছয় বলে ছয় ছক্কা মেরেছিলেন ভারতীয় এই ব্যাটার। এরপর ২০২১ সালে শ্রীলঙ্কার বোলার আকিলা ধনঞ্জয়াকে ছয় বলে ছয় ছক্কা মেরে এই কীর্তিতে ভাগ বসিয়েছিলেন পোলার্ড।