আইপিএল

এক সপ্তাহের জন্য মাঠের বাইরে ধাওয়ান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:05 রবিবার, 14 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

কাঁধের চোটে পড়েছেন শিখর ধাওয়ান। এই বিষয়টি নিশ্চিত করেছেন পাঞ্জাব কিংসের কোচ সঞ্জয় বাঙ্গার। জানা গেছে এই ব্যাটার অন্তত এক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন। 

এর ফলে ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলা হচ্ছে না তার। সর্বশেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ধাওয়ানকে ছাড়াই খেলেছে পাঞ্জাব।

এই ম্যাচে রাজস্থানের কাছে ৩ উইকেটে হেরেছে পাঞ্জাব। এই ম্যাচে ধাওয়ানের শূন্যতা বেশ ভালোভাবেই টের পেয়েছে দলটি। এই ম্যাচের পরই ধাওয়ানকে নিয়ে বিস্তারিত জানিয়েছেন বাঙ্গার।

তিনি বলেছেন, 'সে কাঁধের চোটে ভুগছে। এর ফলে সে অন্তত কয়েক দিনের জন্য মাঠের বাইরে থাকবে এটা আমরা বলতেই পারি। সে অনেক অভিজ্ঞ ওপেনার। এই ধরনের উইকেটে খেলার তার অনেক অভিজ্ঞতা রয়েছে।'

আমাদের অপেক্ষা করতে হবে এবং তার চিকিৎসার অগ্রগতি কেমন হয় সেটা দেখব। এই মুহূর্তে মনে হচ্ছে সে ৭ থেকে ১০ দিনের জন্য মাঠের বাইরে চলে গেছে।'

এবারের আইপিএলে খুব একটা ভালো সময় যাচ্ছে না ধাওয়ানের। ৫ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৫২ রান। গড় ৩০.৪০ আর স্ট্রাইক রেট ১২৫.৬১। এর ফলে ভুগতে হচ্ছে পাঞ্জাবকেও। ৬ ম্যাচে খেলে ৪টিতেই হেরেছে প্রীতি জিন্তার দল।