আইপিএল

শেষ বলে ৪ মেরে গুজরাটকে জেতালেন রশিদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 00:20 বৃহস্পতিবার, 11 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্বপ্নের মতো সময় কাটছে রাজস্থান রয়্যালসের। তারা নিজেদের প্রথম ৪ ম্যাচেই জয় পেয়েছে। দলটির জয়রথ থামিয়েছে গুজরাট টাইটান্স। হাইভোল্টেজ ম্যাচে তারা রাজস্থানকে ৩ উইকেটে হারিয়েছে।

শেষ ওভারে জিততে রাজস্থানের প্রয়োজন ছিল ১৫ রান। আভেশ খানের প্রথম বলেই ডিপ স্কয়ার লেগ দিয়ে চার মেরে রশিদ খান রাজস্থানের লক্ষ্য নামিয়ে আনেন ১১ রানে। এরপরের বলে লং অনে ঠেলে দিয়ে আরও দুই রান নেন এই ব্যাটার। তৃতীয় বলে আবারও চার মারেন রশিদ। চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে রাহুল তেওয়াতিয়াকে স্ট্রাইক দেন তিনি।

পরের বলে ৩ রান নিতে গিয়ে রান আউট হয়ে কাটা পড়েন তেওয়াতিয়া। ওভারের শেষ বলে চার মেরে গুজরাটের জয় নিশ্চিত করেন রশিদ। এই আফগান তারকা অপরাজিত থাকেন ১১ বলে ২৪ রান নিয়ে। কোনো রান না করেই অপরাজিত থাকেন নূর আহমেদ।

বড় লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার সাই সুদর্শন ও শুভমান গিল মিলে যোগ করেন ৬৪ রান। সুদর্শন ৩৫ রান করে আউট হয়েছেন আরেক ওপেনার গিলের ৪৪ বলে ৭২ রানের ইনিংস ছাড়া আর কেউই বলার মতো কিছু করতে পারেননি। শেষদিকে রাহুল তেওয়াতিয়া ও রশিদ খান দলের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন। তেওয়াতিয়া শেষদিকে ফিরে গেলেও রশিদ জিতিয়ে মাঠ ছেড়েছেন।

এর আগে এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি রাজস্থান। তারা দলীয় ৩২ রানেই হারায় ওপেনার ইয়াসভি জায়সাওয়ালের উইকেট। উমেশ যাদবের বলে স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দেন রাজস্থানের এই ওপেনার।

দশ রান পর জস বাটলার মাত্র ৮ রান করে ফিরে যান রশিদ খানের বলে প্রথম স্লিপে রাহুল তেওয়াতিয়াকে ক্যাচ দিয়ে। এরপর তৃতীয় উইকেটে সাঞ্জু স্যামসন ও রায়ান পরাগ মিলে যোগ করেন ৭৮ বলে ১৩০ রান। মূলত এই জুটিতে ভর করেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় দলটি।

পরাগ ৪৮ বলে ৭৬ রানের ইনিংস খেলে মোহিত শর্মার শিকার হয়েছেন লং অফে বিজয় শঙ্করকে ক্যাচ দিয়ে। এরপর শিমরন হেটমায়ারকে নিয়ে আরও ২৪ রান যোগ করেন স্যামসন। রাজস্থান অধিনায়ক অপরাজিত থাকেন ৩৮ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলে। হেটমায়ার মাঠ ছাড়েন ৫ বলে ১৩ রান নিয়ে।