আইপিএল

'আগের ম্যাচে ১৩ করলেও ভেঙে পড়িনি', ঘুরে দাঁড়ানোর গল্প বললেন বাটলার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:42 রবিবার, 07 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

শেষ ওভারে জিততে হলে ১ রান প্রয়োজন ছিল রাজস্থান রয়্যালসের। তখনও সেঞ্চুরি পেতে ৬ রান বাকি জস বাটলারের। ২০তম ওভারের প্রথম বলেই দারুণ এক ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানোর সঙ্গে সেঞ্চুরি পূরণ করেন বাটলার। রাজস্থান রয়্যালস ম্যাচ জেতে ৬ উইকেটে।

এ নিয়ে টানা ষষ্ঠ ম্যাচে জয় পেলে দলটি। এদিন বিশেষ করে বাটলার খুনে মেজাজে ব্যাটিং করেছেন। ৫৮ বলে হাঁকিয়েছেন সেঞ্চুরি। সেই সঙ্গে এই ম্যাচে দেড়শ ছক্কার মাইলফলক ছুঁয়েছেন তিনি। এমন ইনিংসের পর বাটলার জানিয়েছেন ভাগ্য তার সঙ্গে ছিল দেখেই এমন ইনিংস খেলতে পেরেছেন তিনি।

নিজের ইনিংসের ব্যাখ্যা দিয়ে বাটলার বলেন, ‘কিছুটা ভাগ্য ছিল। সব সময়ে খুব একটা ভালো টাইমিং হয়নি। তবে যাই মেরেছি বাউন্ডারির ওপারে চলে গিয়েছে। জিততে পেরে খুবই খুশি। আপনি যত ম্যাচই খেলুন না কেন, তবুও খেলতে নামলে একই রকম দুশ্চিন্তা এবং চাপ থেকে যায়। মন খুবই শক্তিশালী একটি জায়গা। সেটা কাজে লাগাতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে এবং সেই সঙ্গে কিছুটা ভাগ্যেরও প্রয়োজন।'

আইপিএলে আগের তিন ম্যাচে ভালো ব্যাটিং করেননি বাটলার। মোটে করেছিলেন ৩৫ রান। এমন পারফরম্যান্সের পরও ভেঙে পড়েননি বলে জানালেন এই ইংলিশ ব্যাটার। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ১১ রান করেছিলেন তিনি। এরপর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১১ ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৩ রান এসেছিল তার ব্যাট থেকে। এরপরও আশা হারাননি তিনি।

আত্মবিশ্বাসী কণ্ঠে বাটলার বলেন, 'কখনো কখনো নিজেকে বোঝাতে হয় যে, সব ঠিক হয়ে যাবে। আমি আগের ম্যাচে ১৩ করলেও, ভেঙে পড়িনি। দক্ষিণ আফ্রিকায় আমি সত্যিই ভালো খেলেছি। তাই আগের ম্যাচে ১৩ করার পরে, আমার মনে হয়েছিল যে, একটা বড় ইনিংস দরকার। আমরা এই মৌসুমটি খুব ভালো ভাবে শুরু করেছি। আমরা এখন তিন মৌসুম ধরে একসঙ্গে আছি। ভালো করছি। তবে আমাদের কঠোর পরিশ্রম করে যেতে হবে এবং গতি ধরে রাখতে হবে।’

রাজস্থানের বিপক্ষে আগে ব্যাট করে বিরাট কোহলির ৭২ বলে ১১৩ রানের সুবাদে ১৮৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বেঙ্গালুরু। অবশ্য উইকেট অনুযায়ী সেই রানও জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। বাটলার রাজস্থানকে সহজ জয় এনে দিয়েছেন। এ নিয়ে বেঙ্গালুরু টানা তিন ম্যাচে হারের স্বাদ পেল।