ডিপিএল

স্বপ্ন দেখা বন্ধ হলে আর ক্রিকেট খেলব না: রনি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:51 শনিবার, 06 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

২০১৮ সালের পর থেকে জাতীয় দলের হয়ে খেলার আর সুযোগ পাননি আবু হায়দার রনি। যদিও ঘরোয়াতে নিয়মিতই পারফর্ম করছেন এই পেসার। সবশেষ বিপিএলেও চমক জাগানো পারফরম্যান্স ছিল রনির। এবারে প্রিমিয়ার লিগেও দারুণ খেলছেন তিনি। শনিবারের ম্যাচে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমীকে রীতিমতো বিধ্বস্তই করে দিয়েছেন রনি। ম্যাচ শেষে জানিয়েছেন, আবারও জাতীয় দলে ফিরতে চান তিনি।

গাজীর বিপক্ষে মাত্র ২০ রান খরচায় দলটির সাত ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন রনি। আর তাতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১২ ওভারে মাত্র ৪০ রানে অল আউট হয়েছে গাজী টায়ার্স। ৬.২ ওভারের মধ্যে জয়ও তুলে নেয় দলটি।

আগে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভার থেকেই রনির তোপের মুখে পড়ে গাজী টায়ার্স। সাত বল খেলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে শূন্য রানে ফিরে যান আশিকুর রহমান শিবলি। সেই ওভারে ইফতিখার হোসেন ইফতিকেও কট বিহাইন্ড করেন রনি।

তারপর ইনিংসের চতুর্থ এবং নিজের দ্বিতীয় ওভারে আবারও জোড়া উইকেট নেন রনি। সাত বলে পাঁচ রান করা হাফিজুর রহমানকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন এই পেসার। উইকেটরক্ষক তাহজিবুল ইসলাম রনিকে মিড অনে উড়িয়ে মারতে গিয়ে ইমরুল কায়েসের তালুবন্দি হন।

সপ্তম ওভারে আট বলে এক রান করা আশরাফুল আলম আসিফকে কট এন্ড বোল্ড করে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন রনি। গাজী টায়ার্সের হয়ে ১৮ বলে সর্বোচ্চ ১৬ রান করা ইফতিখার সাজ্জাদকেও লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি। তারপর শেষ ব্যাটার ইকবাল হোসেন ইমনকেও লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন রনি।

ম্যাচ শেষে ক্রিকফ্রেঞ্জিকে রনি বলেন, 'দিন শেষে সবাই চায় জাতীয় দলে খেলতে। জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে। আলহামদুলিল্লাহ আমি জাতীয় দলে খেলেছি। আমার এই স্বপ্নটা আছে, আবারও জাতীয় দলে ফেরার। নিজের দলকে প্রতিনিধিত্ব করার। দেশের জন্য ভালো করা। ঘরোয়াতে ভালো হচ্ছে, এটা যেন আমি দেশের হয়ে করতে পারি। সবসময় চেষ্টা থাকে। স্বপ্ন দেখা বন্ধ হলে আর ক্রিকেট খেলব না। যতদিন খেলব, এই স্বপ্ন অবশ্যই থাকবে। জাতীয় দলে খেলব লেখা থাকলে আজ বা কাল অবশ্যই খেলব।'

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত মৌসুমের অন্যতম সেরা বোলার রনি। ৯ ম্যাচে ১৫.৯০ গড়ে ২০ উইকেট নিয়েছেন এই পেসার। পাশাপাশি মোহামেডানে ব্যাট হাতেও অবদান রাখছেন তিনি। সাত ইনিংসে একটি হাফ সেঞ্চুরিসহ ১৪৪ রান এসেছে তার ব্যাটে।

নিজের ব্যাটিং নিয়ে রনি বলেন, 'আমি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও করি। আলহামদুলিল্লাহ বোলিং ব্যাটিং দুটোই ভালো হচ্ছে। চেষ্টা করছি ভালো করার। আল্লাহ সহায় হচ্ছে। আমি আমার প্রক্রিয়ায় আছি। বোলিং-ব্যাটিং দিয়েই যেন আমি আমার দলকে সাহায্য করতে পারি। এখন পর্যন্ত ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ। চেষ্টা করব এটা চালিয়ে যাওয়ার।'