ঢাকা প্রিমিয়ার লিগ

মুরাদের ঘূর্ণিতে রূপগঞ্জকে গুঁড়িয়ে দিল শাইনপুকুর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:09 শুক্রবার, 05 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

রূপগঞ্জ টাইগার্সকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে হাসান মুরাদের ঘূর্ণির মুখে পড়েছিল রূপগঞ্জ। এই স্পিনারের সামনে দাঁড়াতেই পারেনি তারা। অল আউট হয়েছিল মাত্র ১১০ রানে। সেই লক্ষ্য ৯ ওভারেই পেরিয়ে গেছে শাইনপুকুর।

মুরাদ ২১ রানে ৪ উইকেট নিয়ে শাইনপুকুরের সেরা বোলার। দুটি করে উইকেট নিয়েছেন মেহরব হোসেন ও আরাফাত সানি। একটি করে উইকেট নিয়েছেন রবিউল হক ও রিশাদ হোসেন। বিশেষ করে সানি দারুণ মিতব্যয়ী বোলিং করেছেন ৯ ওভারে মাত্র ১০ রান খরচা করেছেন।

ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে শাইনপুকুরকে কোনো বেগ পেতে দেননি তানজিদ হাসান ও জিসান আলম। ছয় ছক্কায় ২৮ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন জিসান। আর তিন ছক্কায় ২৮ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন জাতীয় দলের ওপেনার তানজিদ।

এই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারেই ওপেনার আইচ মোল্লার উইকেট হারায় রূপগঞ্জ। রবিউলের লেগ স্টাম্পের বাইরের বল ফ্লিক করতে গিয়ে আকবর আলীর হাতে ক্যাচ দেন তিনি। তার ব্যাট থেকে এসেছে মাত্র ৭ রান।

এরপর শাইনপুকুরের স্পিনারদের সামনে পাত্তাই পায়নি রূপগঞ্জ। ২০ রান করা ওপেনার আব্দুল্লাহ আল মামুনকে ফিরিয়েছেন মেহরব। পয়েন্টে তার দারুণ ক্যাচ নিয়েছেন রবিউল। রূপগঞ্জের আর কোনো ব্যাটার ২০ এর বেশি রান করতে পারেননি। 

আরাফাত সানি দশম ওভারে আক্রমণে এসে প্রথম বলেই উইকেট নেন আশফাক আহমেদের। ৪২ রানের মধ্যে ৩ উইকেট হারানোর পর বিপর্যয় থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি রূপগঞ্জ। দলটি ২৫ রানের মধ্যে নিজেদের শেষ ৬ উইকেট হারায়। ফরহাদ হোসেন ১৯ ও সালমান হোসেন ১৪ রান করে কোনো মতে দলটির সংগ্রহ ১০০ পার করেন।