বাংলাদেশ - শ্রীলঙ্কা সিরিজ

আমরা টোটালি ফেল করেছি: জাকির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:34 সোমবার, 01 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

জাকির হাসান এবং তাইজুল ইসলাম নির্বিঘ্নে ঘণ্টাখানেক কাটিয়ে দেয়ার পরও বাংলাদেশ শেষ পর্যন্ত অল আউট স্রেফ ১৭৮ রানে। চট্টগ্রামে ব্যাটিং করতে নেমে নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসানরা কেবল এলেন আর গেলেন। শান্তদের দেখে মনে হচ্ছিল এ যেন ব্যাটারদের জন্য দুর্বোধ্য এক উইকেট। অথচ সেখানেই প্রথম ইনিংসে ৬ হাফ সেঞ্চুরিতে ৫৩১ রান তুলেছে শ্রীলঙ্কা। ব্যাটিং ব্যর্থতার পর জাকির জানালেন, তারা সব পরিকল্পনাতেই টোটালি ব্যর্থ হয়েছেন।

শ্রীলঙ্কার ৫৩১ রানের জবাব দিতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষ বিকেলে মাহমুদুল হাসান জয় এবং জাকির মিলে গড়েছিলেন ৪৭ রানের জুটি। তৃতীয় দিন সকালে জাকির ও তাইজুল ব্যাটিংয়ে নেমেছিলেন ১ উইকেট ৫৫ রান নিয়ে। তারা ‍দুজনে সকালে প্রথম এক ঘণ্টা কাটিয়ে দেয়ার পর দিনটা পুরোপুরি বাংলাদেশের হওয়ার কথা ছিল। অথচ ঘটল ঠিক উল্টোটা।

লাঞ্চে যাওয়ার আগে ছোটখাটো ধস নামে বাংলাদেশ শিবিরে। ১ উইকেটে ৯৬ রান তোলার পরও স্বাগতিকরা গুটিয়ে গেছে মাত্র ১৭৮ রানে। এমন ব্যাটিং ব্যর্থতার কারণ খুঁজে পাচ্ছিলেন না প্রথম ইনিংসে বাংলাদেশের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান জাকির। বাজে ব্যাটিংয়ের ব্যাখ্যায় বাঁহাতি এই ওপেনার জানান, তারা কেউই তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি।

জাকির বলেন, ‘আসলে কারণটা আর কী বলব, আমরা টোটালি ফেল করেছি। আমরা কেউ পটেনশিয়াল অনুযায়ী পারফর্ম করতে পারিনি। আমার কাছে মনে হয় যে আমাদের যে রোলটা ছিল, ওই রোলটাও আমরা পালন করতে পারিনি। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমাদের যেমন খেলার কথা ছিল, হয়তো আমরা ও রকম খেলতে পারিনি।’

চট্টগ্রামের আগে সিলেট টেস্টেও ব্যর্থ ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। যেখানে প্রথম ইনিংসে ১৮৮ রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ থেমেছিল ১৮২ রানে। হতাশার ব্যাটিংয়ে স্বাগতিকদের হারতে হয়েছে ৩১৮ রানে। সিলেট টেস্টের ওমন ব্যাটিং চট্টগ্রামে প্রভাবে পড়েছে কিনা, এমন প্রশ্নে জাকির জানিয়েছেন, ওইটা কাজ করা উচিত না।

বাঁহাতি এই ওপেনার বলেন, ‘ওটা কাজ করা উচিত না (অতীত ব্যর্থতার প্রভাব)। আমার হয়তো ওইভাবে করে না। আমি চেষ্টা করি প্রতিদিনই নতুনভাবে শুরু করার। আসলে অন্য কারও করলে তা আমি জানি না। কিন্তু আমার মনে হয়, এইগুলো না চিন্তা করে বর্তমান নিয়ে যদি আমরা ভালো পারফর্ম করতে পারি, সেটাই গুরুত্বপূর্ণ হবে আমাদের জন্য।’

ব্যাটিংয়ের মৌলিক বিষয় নিয়ে জাকির বলেন, ‘আমরা তো আমাদের যে কাজটা করার, সেটা করতে পারিনি। মানে ফার্স্ট প্ল্যানটা যদি কাজে লাগাতে পারি, তখন পরের প্ল্যানটা করা উচিত।’