বাংলাদেশ - শ্রীলঙ্কা সিরিজ

জয়ে চোখে রেখে আগামীকাল সারাদিন ব্যাটিং করতে চায় বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:45 রবিবার, 31 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কা ব্যাটিং করলেও প্রথম ইনিংসের প্রায় পুরোটা বাকি বাংলাদেশের। চট্টগ্রামের টেস্টের খেলা বাকি আরও তিনদিন। শ্রীলঙ্কার রান পাহাড়ে অনেকটা পিছিয়ে থাকলেও জয়ের চোখ রাখছেন ডেভিড হেম্প। যদিও বাংলাদেশের ব্যাটিং কোচের প্রাথমিক চাওয়া তৃতীয় দিনের পুরোটা সময় ব্যাটিং করা। যেখানে তিন সেশনেই জিততে চান হেম্প।

চট্টগ্রামের ব্যাটিং স্বর্গকে পুরোপুরি কাজে লাগিয়েছে শ্রীলঙ্কা। কোন ব্যাটার সেঞ্চুরি করতে না পারলেও কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, দিমুথ করুনারত্নে, ধনাঞ্জয়া ডি সিলভাদের কল্যাণে ৫৩১ রান তুলেছে সফরকারী। যদিও ক্যাচ মিস এবং বাজে ফিল্ডিং না করলে আরও আগেই লঙ্কানদের আটকে দেয়া সম্ভব ছিল বাংলাদেশের পক্ষে। কিন্তু সুযোগগুলো লুফে নিতে পারেননি বাংলাদেশের ফিল্ডাররা।

শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়েছে বাংলাদেশের। মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসানের সাবলীল ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৪৭ রান তোলে স্বাগতিকরা। যদিও দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগ মুহুর্তে জয়ের উইকেট হারিয়েছে নাজমুল হোসেন শান্তর। ১ উইকেটে ৫৫ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। ৪৭৬ রানে পিছিয়ে বাংলাদেশের লক্ষ্য আগামীকাল পুরোটা সময় ব্যাটিংয়ে কাটিয়ে দেয়া।

ম্যাচ শেষে এ প্রসঙ্গে হেম্প বলেন, ‘আমরা এখনো জেতার কথা চিন্তা করেই খেলছি। শুনতে হয়তো অদ্ভুত লাগছে। কারণ আমরা ৪৮০ রানে (আসলে ৪৭৬) পিছিয়ে আছি। তবে আপাতত আমাদের আগামীকালের দিনটা পার করতে হবে। যদি তা করতে পারি, আমরা পরের দিনটাও সামলে নেব। যদি তা করতে পারি, তাহলে যে কোনো কিছুই হতে পারে। প্রথমত, আমাদের আগামীকালের তিন সেশন জিততে হবে।’

নতুন বলে এদিন ১৫ ওভার ব্যাটিং করেছে বাংলাদেশ। তৃতীয় দিনের সকালেও একই বল দিয়ে ব্যাটিং করবে স্বাগতিক ব্যাটাররা। সকালের শুরুতে উইকেট থেকে সুবিধা পেতে পারেন লঙ্কান পেসাররা। জাকির, নাজমুলদের চ্যালেঞ্জ থাকবে সেটা সামলনো। নতুন বল খেলাকে হুমকি হিসেবে দেখলেও খেলাকে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় বাংলাদেশের ব্যাটিং কোচের।

হেম্প বলেন, ‘ নতুন বল সব সময় হুমকির। ছেলেরা এ নিয়ে অনুশীলনে যথেষ্ট অনুশীলন করছে। কী ভালো সিদ্ধান্ত নিচ্ছি? রান করার সুযোগগুলো নিতে পারছি? পা সামনে বা পেছনে যাচ্ছে তো? উইকেট অনুযায়ী ব্যাটিং করতে পারছি? খেলাটা সব সময়ই বদলাচ্ছে। আমাদের নিজেদের পারফরম্যান্সে সততার সঙ্গে দৃষ্টি দিতে হবে এবং খেলাটাকে সামনে এগিয়ে নিতে হবে।’

লঙ্কানদের চেয়ে এখনও ৪৭৬ রানে পিছিয়ে বাংলাদেশ। সিলেট টেস্টের বাজে ব্যাটিং করলেও নাজমুল শান্তদের ওপর থেকে আস্থা হারাচ্ছেন না হেম্প। বাংলাদেশের প্রধান কোচ জানিয়েছেন, ব্যাটারদের সিদ্ধান্ত নিতে হবে কোন বলটা মারতে হবে এবং কোন ছাড়তে হবে। সফরকারীদের টক্কর দিতে জাকির, নাজমুল শান্তদের ভালো সিদ্ধান্ত নিতে বলছেন হেম্প।

বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘ওরা ভালো খেলোয়াড়। এখন তাদের ভালো সিদ্ধান্ত নিতে হবে, কোন বলটা মারতে হবে, কোনটা থামাতে হবে, তা দেখতে হবে। ভালো দলের ব্যাটসম্যানরা ব্যাটিংয়ের সময় ভালো সিদ্ধান্ত নেয় এবং সেটা লম্বা সময় ধরে নেয়। আপনাকে বোলারের ওপর সৃষ্টি করতে হবে।’