আয়ারল্যান্ড - পাকিস্তান সিরিজ

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:37 শুক্রবার, 29 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। ‘ঐতিহাসিক’ সিরিজের সূচিও চূড়ান্ত হয়েছে। আগামী মে মাসে আইরিশদের বিপক্ষে ২০ ওভারের ক্রিকেটের সিরিজটি খেলবেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।

সবশেষ ২০০৯ সালের প্রথমবার টি-টোয়েন্টি খেলেছিল পাকিস্তান ও আয়ারল্যান্ড। সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ৩৯ রানে হারিয়েছিল পাকিস্তান। যদিও তাদের বিপক্ষে আগে কখনই টি-টোয়েন্টি সিরিজ খেলেনি। প্রথমবারের মতো হতে যাওয়া সিরিজ শুরু হবে ১০ মে।

সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১২ এবং ১৪ মে। সবগুলো ম্যাচই হবে ডাবলিনের ক্যাসল এভিনিউয়ে। আয়ারল্যান্ড সফরে যাওয়ার আগে অবশ্য ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজকে সামনে রেখে অনুশীলন ক্যাম্পও শুরু করে দিয়েছে তারা।

টি-টোয়েন্টি সিরিজ খেলতে এপ্রিলে পাকিস্তান সফরে আসবে নিউজিল্যান্ড।১৮ এপ্রিল থেকে শুরু হওয়া সিরিজ শেষ হবে ২৭ এপ্রিল। কয়েকদিনের বিরতিতে আয়ারল্যান্ড সফর করবেন শাহীন শাহ আফ্রিদি-মোহাম্মদ আফ্রিদিরা। সেখান থেকে পাকিস্তানের গন্তব্য ইংল্যান্ড।

জস বাটলারদের বিপক্ষে ২২ মে থেকে শুরু হবে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সংস্করণে ১২টি ম্যাচ খেলবে পাকিস্তান। যার মাধ্যমে বিশ্বকাপের প্রস্তুতি সারতে চায় তারা।

এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ প্রথমবার হলেও এর আগে তাদের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে পাকিস্তান্রে। ২০১৮ সালে একমাত্র টেস্টের জন্য আয়ারল্যান্ড সফর করেছিল তারা।

এরপর তাদের আর একে অপরের বিপক্ষে খেলতে দেখা যায়নি। ২০২০ সালে ডাবলিনে হওয়ার কথা ছিল দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু করোনাভাইরাসের কারণে সেই সময় স্থগিত করা হয়েছিল সিরিজটি।