আইপিএল

আরও কয়েক ম্যাচে সূর্যকুমারকে পাচ্ছে না মুম্বাই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:52 বৃহস্পতিবার, 28 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। দুটিতেই হারের মুখ দেখেছে হার্দিক পান্ডিয়ার দল। পুরো ফিট না থাকায় মুম্বাই দলের সঙ্গে এখনও যোগ দিতে পারেননি তারকা ব্যাটার সূর্যকুমার যাদব।

আগেই জানা গিয়েছিল শুরুর দিকে কয়েকটি ম্যাচে তাকে পাবে না মুম্বাই। এবার জানা গেল এই পেসারকে ছাড়া আরও বেশ কিছু ম্যাচ খেলতে হবে মুম্বাইকে। পুরো ফিট না হওয়ায় ভারতের ন্যাশনাল অ্যাকাডেমী থেকে এখনও ছাড়পত্র পাননি সূর্যকুমার।

স্পোর্টস হার্নিয়া সার্জারির পর থেকে বেঙ্গালুরুতে রিহ্যাব চালিয়ে যাচ্ছেন এই ভারতীয় ব্যাটার। সেখানেই তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। পিটিআইকে বোর্ডের একটি সূত্র জানিয়েছে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না বোর্ড।

সূত্রমতে, ‘সূর্যকুমার খুব ভালো উন্নতি করছে এবং খুব শীঘ্রই সে মুম্বাইয়ের হয়ে খেলায় ফিরবে। তবে প্রথম দুটি মিস করার পরেও ওকে আরও কয়েকটি খেলার জন্য অপেক্ষায় থাকতে হতে পারে। বিসিসিআইয়ের জন্য প্রধান উদ্বেগের বিষয় হলো, সূর্যকুমার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফিট হয়ে ছন্দে ফিরবে কিনা! স্পষ্টতই সে মুম্বাইয়ের হয়ে খেলবে, তবে স্পোর্টস হার্নিয়া সার্জারির পর তাকে নিয়ে তাড়াহুড়ো করা যাবে না।’

সূর্যকুমার ভারতের হয়ে সর্বশেষ হয়েছেন সাউথ আফ্রিকা সিরিজে। এরপর হার্নিয়ার সমস্যার কারণে মাঠের বাইরে ছিটকে যান তিনি। ধারণা করা হচ্ছিল আইপিএল দিয়ে আবারও মাঠে ফিরতে পারবেন তিনি। তবে সূর্যকুমারের শারীরিক উন্নতি ধীর হওয়ায় বিপদে পড়তে হয়েছে মুম্বাইকে।

বুধবার হাই স্কোরিং ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৩১ রানে হেরেছে আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা। আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করেছিল হায়দরবাদ। জবাবে ২৪৬ রানে থেমেছে মুম্বাইয়ের ইনিংস। এই ম্যাচে সূর্যকুমারের শূন্যতা বেশ ভালোভাবেই টের পেয়েছে দলটি।