আইপিএল

পাগলাটে ব্যাপার, বল খালি আকাশে উড়ছিল: কামিন্স

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:43 বৃহস্পতিবার, 28 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

যেকোনো স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে দুই দল মিলিয়ে সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি ছক্কা- কী ছিল না সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের এই ম্যাচে! হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্সের কাছে তাই ম্যাচটি একটু 'বেশিই পাগলাটে'।

গত রাতের ম্যাচে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, এইডেন মার্করাম এবং হেনরিখ ক্লাসেনের ঝড়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রানের সংগ্রহ গড়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে শুরুতেই চাপে ফেলে সানরাইজার্স হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ২৭৭ রান করে তারা।

জবাবে রোহিত শর্মা-ইশান কিশানের শুরুর ঝড়, তিলক ভার্মা ও টিম ডেভিডের ঝড়ো ব্যাটিংয়ে স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারেনি মুম্বাই। পাঁচ উইকেটে ২৪৬ রান করে থেমেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে জয়ী দল হায়দরাবাদ অধিনায়ক কামিন্সের উপলদ্ধি, 'একদম পাগলাটে ব্যাপার। বল খালি আকাশে উড়ছিল। শুধু আমরা না তারাও মারছিলো। তারা যেদিকে চাচ্ছিলো বাউন্ডারি বের করে ফেলছিলো। কিন্তু আমরা শেষটা ভালো করতে পেরেছি।'

'সত্যিই দারুণ। আইপিএলে অনেক চাপ নিয়ে খেলতে হয় আবার দারুণ স্বাধীনতাও আছে। আমরা অবশ্যই ২৭০ রানের জন্য খেলিনি কিন্তু ইতিবাচক ও আগ্রাসী থাকতে চেয়েছি। এটা খুব ভালো উইকেট ছিলো। এর থেকে যতটা নিতে পারি সেই লক্ষ্য ছিলো।'

আইপিএলের এই ম্যাচটিতে হয়েছে বেশ কিছু বিশ্বরেকর্ড। এক ইনিংসে সবচেয়ে বেশি রানের আগের রেকর্ডটি এর আগে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দখলে। ২০১৩ সালের আইপিএলে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু করেছিল ২৬৩ রান।

দুই দল মিলিয়ে সবচেয়ে বেশি রানও হয়েছে এই ম্যাচে (৫২৩)। এর আগে ২০১০ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস একই ম্যাচে সম্মিলিতভাবে ৪৬৯ রান করে।

শুধু আইপিএল নয়, যেকোনো টি-টোয়েন্টি ম্যাচ মিলিয়ে এতো বেশি রান হয়েছে এবারই প্রথম। এ ছাড়া এই ম্যাচে দুই দল মিলিয়ে ছক্কা হাঁকিয়েছে ৩৮টি। আইপিএল বা স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার ঘটনা এটিই।