বাংলাদেশ- অস্ট্রেলিয়া সিরিজ

'সামর্থ্যের ১০ ভাগও খেলতে পারিনি'

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:31 বুধবার, 27 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

শেষ ওয়ানডেতেও ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানো হলো না বাংলাদেশের মেয়েদের। প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে যথাক্রমে ৯৫ ও ৯৭ রানের পর আজ শেষটিতে অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে ২৬.২ ওভারে ৮৯ রানে অলআউট হয় স্বাগতিক মেয়েরা। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৮.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

ফলে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশের লজ্জায় পড়ল নিগার সুলতানা জ্যোতির দল। ফলে ঘরের মাঠে বিশ্বকাপের আগে সীমিত ওভারের ক্রিকেটে বড় বাস্তবতা দেখল বাংলাদেশের মেয়েরা। যদিও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখনও বাকি রয়েছে।

২০২৩ সালের শেষ ছয় মাস দারুণ কেটেছে বাংলাদেশের। ঘরের মাঠে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্র করেছে তারা। পাকিস্তানের বিপক্ষে জিতেছে টি-টোয়েন্টি সিরিজ। ভারতকেও হারিয়েছে সিরিজের শেষ ম্যাচে। বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা গিয়ে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি জিতে ফেরে নিগার সুলতানার দল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো সংস্করণে এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলল বাংলাদেশ। কিন্তু ঘরের মাঠের এই তিক্ত অভিজ্ঞতা দ্রুত ভুলে যেতে চান দলপতি জ্যোতি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন, দলের খেলোয়াড়রা সামর্থ্যের ১০ ভাগও দিতে পারেনি।

জ্যোতি বলেন, '১০ শতাংশও না। কারণ আমি নিজেও টোটালি সারপ্রাইজড। কারণ গত ৬ মাসে যেভাবে ক্রিকেট খেলেছি, এটা একেবারেই অমন না। পুরো দল ব্যর্থ। দু একটা দিকে ভুল হলে তবুও মেনে নেওয়া যায়। কিন্তু পুরো দল ভিন্ন ধরনের ক্রিকেট খেলছে। মনে হচ্ছে যে ব্যাকফুটে রাখছে, মনে হয় যে সামর্থ্যের ১০ ভাগও খেলতে পারিনি।'

সিরিজ শুরুর আগে খুলনায় লম্বা সময় ক্যাম্প করেছে বাংলাদেশের মেয়েরা। এছাড়া মিরপুরেও চলেছে টানা অনুশীলন। এমন বাজে পারফরম্যান্সের জন্য অবশ্য প্রস্তুতির ঘাটতিকে দুষতে নারাজ জ্যোতি। মূলত মানসিকতার পার্থক্যের কারনেই হেরেছে তার দল বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

জ্যোতি বলেন, 'প্রস্তুতি অনেক ভালো নিয়েছি। অনুশীলনে এক ধরনের মেন্টালিটি নিয়ে করছেন, এসে আরেকভাবে অ্যাপ্লাই করছেন, তখন কঠিন হয়ে যায়। কোচ বলেন বা অধিনায়ক হিসেবে বলেন, যখন দেখি খেলোয়াড় আত্মবিশ্বাসী, প্রস্তুতি ম্যাচে রান করছে, অনুশীলনে নিখুঁত ব্যাটিং করছে, এরপর যখন ভিন্ন ভাবে খেলছে—তখন আর কিছু করার থাকে না আমাদেরও। প্রস্তুতিতে সমস্যা ছিল বলে মনে হয় না। সামর্থ্যের এতটুকু দিয়েও খেলতে পারিনি আমরা।'

এই চক্রে স্বাগতিক ভারত ও পয়েন্ট টেবিলের প্রথম পাঁচ দল পাবে সরাসরি ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ খেলার টিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাই পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান উন্নতির বড় সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু হোয়াইটওয়াশে সেই সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ জ্যোতি।

বাংলাদেশ অধিনায়ক বলেন, 'অন্তত এমন ক্রিকেট তো খেলব না। এর চেয়ে বেটার ক্রিকেট তো খেলার সামর্থ্য ছিল আমাদের। স্কিলওয়াইজ এরর এ জন্য বলব না, সেটি থাকলে এর আগে পারফর্ম করল কীভাবে। আমরা নিজেদের স্কিলকে ব্যাক করতে পারিনি। একটার পর একটা নেতিবাচক ব্যাপার চলে এসেছে।'