বাংলাদেশ- অস্ট্রেলিয়া সিরিজ

৩১ ওভার হাতে রেখে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:05 বুধবার, 27 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

শেষ ওয়ানডেতেও ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানো হলো না বাংলাদেশের মেয়েদের। প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে যথাক্রমে ৯৫ ও ৯৭ রানের পর আজ শেষটিতে অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে ২৬.২ ওভারে ৮৯ রানে অলআউট হয় স্বাগতিক মেয়েরা। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৮.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ফলে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশের লজ্জায় পড়ল নিগার সুলতানা জ্যোতির দল।

৯০ রানের লক্ষ্যে নেমে শুরুটা আক্রমণাত্মকই করে অস্ট্রেলিয়া। ফিবি লিচফিল্ড ও অ্যালিসা হিলির ব্যাটে দ্রুত এগোতে থাকে সফরকারীরা। তবে ইনিংসের নবম ওভারে এসে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। সুলতানা খাতুনকে ফিরতি ক্যাচ দিয়ে ১২ রানে আউট হন ফিবি।

এরপর এলিস পেরিকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন এলিসা হিলি। দ্রুত দলীয় ৫০'র ঘরেও পৌঁছে যায় অজিরা। তবে রাবেয়া খাতুনের বলে লেগ বিফরের ফাঁদে পড়েন এলিসা। ৩৪ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

সঙ্গী হারালেও বেথ মুনিকে নিয়ে দলের স্কোরবোর্ডে রান তুলতে থাকেন পেরি। এরপর অবশ্য আর অজিদের পেছনে ফিরে তাকাতে হয়নি। এই দুই ব্যাটার মিলেই অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে নিয়ে যান। পেরি ২৭ ও মুনি ২১ রানে অপরাজিত থাকেন।

এদিকে প্রথম দুই ওয়ানডেতে টস জিতেছিল বাংলাদেশ। আজ অবশ্য টস ভাগ্য বাংলাদেশের পক্ষে যায়নি। টস হেরে ব্যাটিংয়ে নেমে যথারীতি ব্যাটিং বিপর্যয়। শুরুটা ওপেনিংয়ে সোবহানা মোস্তারির জায়গায় একাদশে যুক্ত হওয়া সুমাইয়া আকতারকে দিয়ে। এলিস পেরির বলে কোনো রান না করেই আউট হয়েছেন সুমাইয়া।

পেরির আরেক শিকার মুর্শিদা খাতুন। ২১ বলে ৮ রান করা বাঁহাতি ব্যাটার ফেরেন উইকেটকিপার অ্যালিসা হিলির হাতে ক্যাচ দিয়ে। আরেক ওপেনার ফারজানা হকের ব্যাটও কথা বলেনি। দলীয় ৮ রানের সময় তিনি কিম গার্থের বলে আউট হন পাঁচ রান করে। ২৪ রানে যখন তিন উইকেট নেই, রিতু মনিকে নিয়ে বিপর্যয় সামাল দিতে পারেননি অধিনায়ক নিগার সুলতানা।

অধিনায়কের দায়িত্বের সঙ্গে বাংলাদেশ ব্যাটিং লাইনআপের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার নিগার। এই সিরিজে অস্ট্রেলিয়ান বোলারদের সামনে তাঁর ব্যাটও জ্বলে উঠতে ব্যর্থ। বাঁহাতি স্পিনার সফি মলিনিওর বলে উইকেটকিপার হিলির হাতে ক্যাচ দিয়ে নিগার আউট হন ১৬ রান করে। এটাই বাংলাদেশ দলের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

দলীয় ৫৩ রানে নিগার আউট হওয়ার পর ১০ রানের ব্যবধানে আরো তিন উইকেট হারায় বাংলাদেশ। স্বাগতিক মেয়েদের স্কোরবোর্ডে তখন ৯ উইকেটে ৬৩ রান। এখান থেকে শেষ উইকেট জুটিতে ২৬ রান যোগ করেন সুলতানা খাতুন ও মারুফা আক্তার।

সুলতানা ১০ রানে আউট হন, মারুফা ১৫ রান করে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার মেয়েদের হয়ে তিনটি করে উইকেট নেন পেসার গার্থ ও অফ স্পিনার অ্যাশলে গার্ডনার। দুটি করে উইকেট নেন পেরি ও সফি। জয়ের জন্য অজিদের লক্ষ্য দাঁড়ায় ৯০ রান।