আইপিএল

মুস্তাফিজের স্লোয়ারগুলো ডেথ বোলিংয়ে আমাদের কাজে দিচ্ছে: হাসি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:25 বুধবার, 27 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

টানা দুই জয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের যাত্রা শুরু করেছে চেন্নাই সুপার কিংস। দলটির জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই পেসারের স্লোয়ারগুলো চেন্নাইয়ের খুবই কাজে লাগছে বলে মতামত দিয়েছেন দলটির ব্যাটিং কোচ মাইক হাসি।

আইপিএলের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষ চার উইকেট নেন মুস্তাফিজ। বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, ক্যামেরন গ্রিন এবং রজত পাতিদারকে আউট করে নিজ সামর্থ্যের জানান সেই ম্যাচেই দেন মুস্তাফিজ।

দ্বিতীয় ম্যাচেও মুস্তাফিজকে দেখা গেছে চেনা ছন্দে। তবে এ দিন প্রথম দুই ওভারে কিছুটা খরুচে বোলিং করেন তিনি। দুই ওভারে দেন ২৩ রান। পরে ১৭তম ওভারে রশিদ খান এবং ১৯তম ওভারে রাহুল তেওয়াটিয়াকে ফেরান তিনি।

এমন ম্যাচের পর হাসি বলেন, 'আমাদের পুরো ফোকাসটা এখন ডেথ বোলিংয়ে। পাথিরানাকে ফিরে পাওয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় মুস্তাফিজের ক্ষেত্রেও ব্যাপারটা একই। প্রথম দুই ম্যাচে সে তার কাজটা করে দিয়েছে। বাঁহাতি পেসার হিসেবে সে আমাদের দারুণ একটা অপশন।'

'তার স্লোয়ারগুলো বেশ ভালো। ডেথে যখন সে বোলিং করে চাপের মাঝেও মাথা ঠাণ্ডা রাখে। আমার মনে হয় এই মুহূর্তে এটা আমাদের কাজে দিচ্ছে। ডেথের জন্য আমাদের এখন ভালো অপশন আছে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।'

গত আসরে আইপিএল শিরোপা জিততে চেন্নাইয়ের হয়ে বড় অবদান রাখেন মাথিশা পাথিরানা। ইনজুরির কারণে এবার প্রথম ম্যাচে খেলেননি তিনি। দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজের সঙ্গে একাদশে ছিলেন পাথিরানাও। এই দুজনের ডেথ বোলিংয়েই স্বপ্ন বুনছে চেন্নাই।