আইপিএল

মুস্তাফিজ-পাথিরানাকে চেন্নাইয়ের একাদশে দেখছেন ইরফান-মুডিরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:17 বুধবার, 27 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে স্বপ্নের মতো পারফর্ম করে চলেছেন মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে চেন্নাইয়ের পরিকল্পনায় থিতু হওয়া মুস্তাফিজ দুই ম্যাচ শেষে দলটির অপরিহার্য সদস্যে পরিণত হয়েছেন- এমনটাই অন্তত মনে করছেন ইরফান পাঠান ও টম মুডির মতো ক্রিকেট ব্যক্তিত্বরা।

এবারের আসর শুরুর আগে বলা হচ্ছিল, মাথিশা পাথিরানার ইনজুরিতে থাকায় মুস্তাফিজ সুযোগ পাবেন। হয়েছিলও তাই। আইপিএলের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষ চার উইকেট নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন মুস্তাফিজ।

বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, ক্যামেরন গ্রিন এবং রজত পাতিদারকে আউট করে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন তিনি। এদিকে ইনজুরি কাটিয়ে গতকালের ম্যাচে ফিরেন পাথিরানাও। স্বদেশী মাহিশ থিকশানার বদলে খেলেন তিনি। এ দিন চেন্নাইয়ের জয়ে বড় ভূমিকা রাখে মুস্তাফিজ-পাথিরানার কার্যকরী ডেথ বোলিং।

এমন ম্যাচ দেখার পর বিশেষজ্ঞরা চেন্নাইয়ের একাদশে মুস্তাফিজ-পাথিরানা দুজনকেই চাইছেন। ভারতের সাবেক পেস বোলিং অলরাউন্ডার ইরফান পাঠানের মতে, ডেথ বোলিংয়ে মুস্তাফিজ-পাথিরানাকে রেখেই একাদশ সাজানো উচিত চেন্নাইয়ের।

তিনি বলেন, 'কোন না কোনভাবে চেন্নাইয়ের এমন একটা কম্বিনেশন বের করতে হবে যাতে পাথিরানা এবং মুস্তাফিজ, তারা দুজনই খেলতে পারে। তারা দুজনই যদি না খেলে তখন আপনার হাতে শুধু মাত্র একজন বোলার থাকবে যে কিনা ডেথে খুব ভালো বোলিং করতে পারে। তখন আপনি অন্য প্রান্তে একজনকে মিস করবেন।'

'পাথিরানা এবং মুস্তাফিজের মাঝে যেকোন একজনকে খেলালে তখন ডেথে তুষার দেশপাণ্ডেকে বোলিং করাতে হবে। দেখুন, তুষার দেশপাণ্ডের ইকনোমি দশের বেশি বা কাছাকাছি। যখন ক্লোজ ম্যাচ হবে তখন তারা সমস্যায় পড়বে। তাই মুস্তাফিজ এবং পাথিরানা যদি একসাথে খেলে তাহলে সেটা দারুণ হবে।'

শ্রীলঙ্কা এবং সানরাইজার্স হায়দরাবাদের সাবেক কোচ এবং বিশ্লেষক মুডির বিশ্বাস, থিকশানার পাশাপাশি মুস্তাফিজ-পাথিরানাকে খেলাবে চেন্নাই। এক্ষেত্রে ভারতের দেশীয় ব্যাটারদের বেশি সময় দিয়ে ড্যারিল মিচেলকে বাদ দেবে চেন্নাই, মনে করেন তিনি।

মুডি বলেন, 'আমার মনে হয় থিকশানা যদি একাদশে ফিরে তাহলে আমার মনে হয় না দুইজন পেসারের কেউ বাদ পড়বে না। তখন ড্যারিল মিচেল চাপে পড়ে যাবে। আমার যেটা মনে হয় তারা ভারতীয় ব্যাটারদের ওপর আস্থা রাখবে। আপনি যদি ভারতীয় ব্যাটারদের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন ব্যাটিংয়ের জন্য তারা যথেষ্ট সময় পাচ্ছে না।'