বাংলাদেশ- শ্রীলঙ্কা সিরিজ

‘লিটনের ব্রেক দরকার, বাদ দিলে আপনারাই বলতেন বাদ দিলো কেন’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:54 মঙ্গলবার, 26 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে সবকিছু ছাপিয়ে আলোচনায় এসেছে লিটন দাসের অফ-ফর্ম। বাংলাদেশ দলের এই উইকেটরক্ষকের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো লাগেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনেরও। এই মুহূর্তে লিটনের 'ব্রেক' বা 'বিশ্রাম' প্রয়োজন বলেই মনে করছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই অভিভাবক।

সাম্প্রতিক সময়ে বাজে পারফরম্যান্স থেকে বের হতে পারছেন না লিটন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে কান্ডজ্ঞানহীন এক শট খেলে গুরুত্বপূর্ণ সময়ে ফিরে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

৫১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭ রানেই ৫ উইকেট হারায় টাইগাররা। ৪ উইকেট পতনের পর মাঠে নেমেই ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে কাভারে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ক্যাচ দিয়ে ফিরে গেছেন। এই শট নিয়ে সমালোচনা চলছেই। পাপনও মনে করেন, এই মুহূর্তে বিশ্রাম পেলে আরও শক্তিশালী হয়ে ফিরবেন লিটন।

তিনি বলেন, 'ওকে গত বিশ্বকাপ থেকেই দেখছি। আমাদের মনে হয়েছে কোনো সমস্যা আছে। সে জন্য ও কিন্তু ওয়ানডে থেকেও বাদ পড়েছিল। চিন্তা করে দেখেন ওর মতো একজন ব্যাটসম্যান..ওপেনার.. এতো বছর যাকে আমরা খেলিয়েছি এবং যার উপরে আমরা ভরসা করেছি। সেও পারফর্ম করেছে। এমন তো না ও খেলা পারে না। দারুণ খেলোয়াড়। কিছু একটা সমস্যা হচ্ছে। এজন্য আমরা ওকে ওয়ানডে থেকে ব্লকও করেছি। এর থেকে বড় সিগন্যাল (বার্তা) আর কিছু হতে পারে না।'

'একটা সমস্যা আছে। তবে এটার সাথে নেতৃত্বের কোনও সম্পর্ক আছে বলে আমি মনে করি না। টেস্ট ম্যাচেও না খেলালেই ভালো হতো। আমাকে যদি জিগ্যেস করেন। কিন্তু তখন আপনারা সবাই বলতেন, টেস্টে ওর এই রেকর্ড.. এই সেই...ওকে কেন বাদ দিল! মানুষ হুলস্থুল করত। কিন্তু ওকে এই মুহূর্তে একটা ব্রেক দিলে ও খুব ভালোভাবে ফিরে আসতো। আরেকটু কিছুদিন সময় যদি পেত তাহলে।'

কিছুদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের স্কোয়াড থেকেও বাদ পড়েছিলেন লিটন। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তখন স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন, বাজে পারফরম্যান্সের কারণেই বাদ দেয়া হয় তাকে। ওয়ানডেতে গত ২০টি ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ ও ভারতের বিপক্ষে ৬৬ ছাড়া আর কোনো হাফ সেঞ্চুরিই নেই লিটনের।

পাপন আরও বলেন, 'ব্রেকটা তার দরকার। এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। অলরেডি তাকে একটা ব্রেকে পাঠানো হয়েছিল। টেস্টে ৫,৬ নম্বরে সে ভালো খেলেছে...পরিসংখ্যানগুলো আছে। সেটাকে একেবারে ফেলে দেয়ার মতো না। কিন্তু আমরা জানি যে এই সময়ে তার বিরতি দরকার.. অন্য কিছু না। ওকে বাদ দিতে বলছি না। একটা ব্রেক দিলে ও আবার কামব্যাক করবে। দলে সাকিব-মুশফিক নেই। ওরাও নেই, আবার লিটনও নেই... তাহলে তো একেবারে... সবকিছু চিন্তা করেই ওকে রাখা হয়েছিল। এখন বাকিটা সামনে দেখতে হবে।'