বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

চট্টগ্রাম টেস্টের দলে সাকিব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:52 মঙ্গলবার, 26 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন সাকিব আল হাসান। টেস্ট দলে নেয়া হয়েছে হাসান মাহমুদকেও। এই দুজনকে জায়গা দিতে ছিটকে গেছেন পেসার মুশফিক হাসান ও ব্যাটার তাওহীদ হৃদয়।

৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সাকিব সবশেষ টেস্ট খেলেছেন গত এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর চোট ও বিশ্রামের কারণে প্রায় এক বছর সাদা পোশাকে খেলতে দেখা যায়নি তাকে।

শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজেও বিশ্রামে ছিলেন এই অলরাউন্ডার। লঙ্কানদের বিপক্ষে ব্যাটে-বলে দারুণ সফল সাকিব। এই ফরম্যাটে ৯ টেস্ট ১ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ৩৮.১৮ গড়ে ৬১১ রান করেছেন সাকিব। পাশাপাশি বল হাতে নিয়েছে ৩৮ উইকেট।

লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে ৩২৮ রানে হারার পর দ্বিতীয় টেস্টে সাকিব ফেরার বাংলাদেশের শক্তিমত্তা কিছুটা হলেও বৃদ্ধি পাবে।  শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর শেষ ম্যাচ থেকে বাদ দেয়া হয়েছিল লিটন দাসকে। সিলেট টেস্টে প্রথম ইনিংসে ২৫ রানের পর দ্বিতীয় ইনিংসে আবারও শূন্য রানে আউট হন তিনি।

এমন পারফরম্যান্সের পর তার বাদ পড়ার শঙ্কা জেগেছিল টেস্ট থেকেও। তবে লিটন এই ম্যাচের স্কোয়াডেও টিকে গেছেন। এদিকে হাসান মাহমুদ বেশ কয়েকটি সিরিজে টেস্ট দলে থাকলেও সাদা পোশাকে অভিষেক হয়নি তার। হাসানের নামের পাশে ১৬টি প্রথম শ্রেনির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ স্কোয়াড-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।