আইপিএল

কোহলির ক্যাচ মিসে ম্যাচ হারের আফসোস ধাওয়ানের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:04 মঙ্গলবার, 26 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হারতে হয়েছে পাঞ্জাব কিংসকে। পাঞ্জাবকে হারানোর পেছনে বড় ভূমিকা রেখেছেন বিরাট কোহলি। তার খেলা ৭৭ রানের ইনিংসে ম্যাচ থেকে ছিটকে যায় পাঞ্জাব। অথচ কোহলিকে দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় বলেই ফেরানোর সুযোগ ছিল পাঞ্জাবের সামনে। যদিও জনি বেয়ারস্টো ক্যাচ মিস করায় তা আর হয়নি। ম্যাচ শেষে কোহলির ক্যাচ মিস করা নিয়ে আফসোস করেন শিখর ধাওয়ান।

বেঙ্গালুরুর ইনিংসের দ্বিতীয় বলে প্রথম স্লিপে ক্যাচ তুলে দেন কোহলি। যদিও দুই হাতে স্পর্শ করলেও বলটি লুফে নিত ব্যর্থ হন বেয়ারস্টো। ফলে স্যাম কারানের ওয়াইড লেংথ ডেলিভারিতে চার পেয়ে যান কোহলি। সেই ওভারে আরও তিনটি চার মেরে মোমেন্টামও নিজের দিকে নেন বেঙ্গালুরুর এই ব্যাটার।

১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ইনিংস আরও লম্বা করেন কোহলি। ৪৯ বলে খেলা তার এই ইনিংসে ছিল ১১টি চার ও দুটি ছক্কার মার। অথচ শূন্য রানেই ফিরে যেতে পারতেন বেঙ্গালুরুর এই ওপেনার। ম্যাচটি বেঙ্গালুরু জিতে চার উইকেটে, চার বল হাতে রেখে।

ম্যাচ শেষে পাঞ্জাবের অধিনায়ক ধাওয়ান বলেন, 'খেলা ভালো হয়েছে। আমরা কাছাকাছি চলে গিয়েছিলাম। তবে ১০-১৫ রান কম করেছি। প্রথম ছয় ওভারে আরও রান করা দরকার ছিল। কোহলির কাছ মিসের মাশুল দিতে হয়েছে। আমরা সেখানেই মোমেন্টাম হারিয়েছি। এটা (ক্যাচ লুফে নেয়া) গুরুত্বপূর্ণ ছিল।'

প্রথম ইনিংসে পাঞ্জাবের করা ১৭৬ রানের মধ্যে ধাওয়ানের অবদান ৩৭ বলে ৪৫। পাওয়ার প্লে'তে বেশ ধীরগতিতে ব্যাট চালান তিনি। ছয় ওভার শেষে পাঞ্জাব করে এক উইকেটে ৪০ রান। ধাওয়ান করেন ২১ বলে ২১।

নিজের ধীরগতির ইনিংস নিয়ে পাঞ্জাব দলপতি আরও বলেন, 'এটা ভালো উইকেট মনে হয়েছে, তবে এটা সত্য নয়। বল থেমে থেমে আসছিল। টার্নও ছিল। আমি আমার রান করা নিয়ে খুশি। তবে প্রথম ছয় ওভারে আমি আরও দ্রুত খেললে ভালো হতো। আমরা দুই (এক) উইকেট হারিয়ে ফেলেছিলাম, এজন্য চাপও ছিল।'