পাকিস্তান ক্রিকেট

হারিস রউফের ভুল স্বীকার, কেন্দ্রীয় চুক্তিতে ফেরাল পিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:25 রবিবার, 24 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

পিএসএলে চার ম্যাচ খেলার পর চোটের কারণে মাঠের বাইরে আছেন হারিস রউফ। এরই মধ্যে সুখবর পেয়েছেন এই পাকিস্তানি পেসার। তাকে কেন্দ্রীয় চুক্তিতে ফেরানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চুক্তি থেকে বাদ পড়ার ৬ সপ্তাহের মাথায় আবারও চুক্তিতে ফিরলেন রউফ।

মূলত টেস্ট খেলতে রাজি না হওয়ায় হারিস রউফের কেন্দ্রীয় চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছিল পিসিবি। তদন্তের পর ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে রউফের চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় পাকিস্তানের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট না খেলে বিগ ব্যাশে খেলায় তার ওপর নাখোশ ছিলেন নির্বাচকরা।

চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। সেই সফরের আগে দলের তারকা পেসার হারিস রউফকে খেলাতে চেয়েছিল পাকিস্তান। তবে তিনি টেস্ট না খেলে বিগ ব্যাশে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাতেই চটেছিলেন নির্বাচকরা।

অবশ্য পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন নিজের ভুল বুঝতে পেরেছেন রউফ, তাই তাকে চুক্তিতে ফেরানো হয়েছে। তিনি বলেন, ‘আমরা হারিস রউফের কাছ থেকে একটি চিঠি পেয়েছি। সেটা ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। সে চিঠিতে বলেছে, ভুল–বোঝাবুঝি হয়েছিল এবং ভুল সিদ্ধান্ত নিয়েছিল। আমরা তাকে চুক্তিতে ফিরিয়েছি।’

ইনজুরিতে থাকা রউফের চিকিৎসার দায়িত্ব নিয়ে পিসিবি প্রধান বলেছেন, ‘আবারও চোটে পড়ায় ওকে নিয়ে আমি দুশ্চিন্তায় পড়েছিলাম। ওর চোটের বিষয়টা কে দেখভাল করবে, এ নিয়ে অস্পষ্টতা ছিল। সে আমাদের তারকা খেলোয়াড়। এখন বিমার আওতায় তার চিকিৎসা চলবে।’