বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

লিটনের আত্মঘাতী ব্যাটিংয়ের ব্যাখ্যা নেই মিরাজের কাছে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:53 রবিবার, 24 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। শ্রীলঙ্কার করা ২৮০ রানের জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছিল ১৮৮ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে নেমে ৪১৮ রান করেছে লঙ্কানরা। ফলে বাংলাদেশের সামনে ৫১১ রানের লক্ষ্য দাঁড়িয়েছে।

এমন বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে হুরমুরিয়ে ভেঙে পড়েছে টাইগারদের ব্যাটিং অর্ডার। মাত্র ৪৭ রানেই নেই ৫ উইকেট। এর ফলে বাংলাদেশ হারের দ্বারপ্রান্তে চলে গেছে তৃতীয় দিন শেষেই। দ্বিতীয় ইনিংসে আত্মঘাতী সব শটে নিজেদের উইকেট বিলিয়ে দিয়েছেন বাংলাদেশি ব্যাটাররা।

বিশেষ করে লিটন কুমার দাসের আউটের ধরন নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে। এই উইকেটরক্ষক ব্যাটার ৪ উইকেট পতনের পর নেমে ডাউন দ্য উইকেতে এসে খেলতে গিয়ে কাভারে এঞ্জেলো ম্যাথিউসকে ক্যাচ দিয়েছেন। ম্যাচ শেষে এই আউটের ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছিল মেহেদী হাসান মিরাজের কাছে।

মিরাজ জানিয়েছেন এমন আউটের ধরনে দলের সবাই হতাশ। তবে লিটনের আউটের ব্যাখ্যা লিটনই ভালো দিতে পারবেন। এমন আউটে মিরাজ নিজেও হতাশ। তবে মুমিনুল হক এখনও উইকেটে আছেন। তার ব্যাটে ভর করেই লজ্জাজনক হারের পরিস্থিতি থেকে বের হতে চায় বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, 'এটার ব্যাখ্যা আসলে যে প্লেয়ার খেলে সে ভালো বলতে পারবে। পরিস্থিতি অনুযায়ী অই মোমেন্টে কী চিন্তা করছে। আমার কাছে মনে হয় শেষ দিকে এটা কঠিন অবশ্যই। আমাদের চ্যালেঞ্জটা নিতে হবে। আলাদা করে আউটগুলো আমাদের যেগুলো হয়েছে হতাশাজনক। তারপরেও ভালো খেলার চেষ্টা করব আমরা যারা আছি মুমিনুল ভাই রান করতে পারলে ভালো আমি যদি ব্যাটিং করি ভালো একটা অবস্থানে যদি দিতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে।'

টেস্ট দলের বেশিরভাগ ক্রিকেটার টি-টোয়েন্টি সিরিজের দলেও ছিলেন। বাকিরা খেলছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে। ফলে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটের সঙ্গে মানিতে নিতে পারছেন না ক্রিকেটাররা এমনটাও মনে করছেন অনেকে। মিরাজের ধারণা বাংলাদেশের ব্যাটারদের শট খেলার প্রবণতার কারণেই ভুগতে হচ্ছে দলকে।

তিনি ব্যাটারদের সমালোচনা করে বলেন, 'আমাদের আরও স্কিল ডেভোলাপ করতে হবে। আমাদের কোন জায়গায় ঘাটতি আছে। আমাদের হয়ত শট খেলার প্রবণতা একটু বেশি হচ্ছে। যে বলটা ছাড়তে পারি ইজিলি সেটা হয়ত খেলে দিচ্ছি তখন হয়ত আউট হয়ে যাচ্ছি। টেস্ট ক্রিকেটটা আরও উন্নতি করতে হবে প্লেয়ারদের।'