বাংলাদেশ - অস্ট্রেলিয়া সিরিজ

এত সহজে সিরিজ জয়ের কথা ভাবেনি অস্ট্রেলিয়াও

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:23 রবিবার, 24 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

আগের ম্যাচে দারুণ বোলিংয়ে শুরুতে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছিল বাংলাদেশ। তবে এলোমেলো বোলিং আর বাজে ফিল্ডিংয়ে অজিদের পুঁজি দুইশ ছাড়িয়ে নিয়ে যান অ্যানাবেল সাদারল্যান্ড এবং অ্যালানা কিং। বড় লক্ষ্য তাড়ায় ব্যাটিং ব্যর্থতায় দ্রুতই গুটিয়ে যায় বাংলাদেশ।

পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মাঠে নামলেও সফরকারীদের সঙ্গে লড়াই ই করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। দুটো ম্যাচের একটিতেও প্রত্যাশিত পারফরম্যান্স করে দেখাতে পারেনি বাংলাদেশ। এক ম্যাচ বাকি থাকতেই তাই সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজ জয়ের পর সোফি মোলিনিউ জানিয়েছেন, এত সহজে জিতবেন তা ভাবেননি তারাও।

ম্যাচ শেষে সংবাদ সম্মেরনে মোলিনিউ বলেন, ‘খুব সম্ভবত আমরাও এমনটা কখনও ভাবিনি। আমার জানতাম যে এখানে আসাটা খুবই চ্যালেঞ্জিং হবে। আমাদের ঘরের মাঠে শেষ দিকে। আমরা জানতাম এখানকার কন্ডিশন ভিন্ন, বাংলাদেশের মেয়েদের শক্তি দিন দিন বাড়ছে এবং তারা সত্যিই উন্নতি করছে।’

‘তাদের সঙ্গে তাদের মাটিতে খেলাটা আমাদের জন্য ভালো সুযোগ। আমার জানতাম এটা বেশিরভাগই কঠিন সিরিজ হতে যাচ্ছে। দল হিসেবে আমাদের আরও অনেক কাজ করতে হবে। যাতে আমরা যেখানে পৌঁছাতে চাই সেখানে যেতে পারি।’

ঘরের মাঠে বরাবরই শক্তিশালী বাংলাদেশ। বেশিরভাগ প্রতিপক্ষকে স্পিন দিয়ে ঘায়েল করেন ফাহিমা খাতুন, নাহিদা আক্তাররা। অথচ চিরচেনা স্পিনের কাছেই পরাস্ত হতে হয়েছে বাংলাদেশের মেয়েদের। মিরপুরের উইকেটে জ্যোতিরা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে পারেন, এটা আগে থেকেই জানতেন অজিরা। যে কারণে বাংলাদেশের মেয়েদের জন্য হুমকি তৈরি করা প্রধান লক্ষ্য ছিল বলে জানান মোলিনিউ।

ধৈর্য্য ধরার পর ফল পাওয়া নিয়ে বাঁহাতি এই স্পিনার বলেন, ‘পরিকল্পনা সরল ছিল—বাংলাদেশের মেয়েদের জন্য হুমকি তৈরি করা। আমরা জানি তাদের রক্ষণ ভালো। এ কারণে আমাদের ধৈর্য ধরতে হয়েছে। ধৈর্য ধরারই ফল এটি।’

এদিকে ‍দুটো ম্যাচে ব্যাটিংয়ে দাঁড়াতেই পারেননি জ্যোতি, ফারজানা হক এবং সোবহানা মোস্তারিরা। বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন, কেউ দায়িত্ব খেলতে না পারায় এমন ব্যাটিং ধস দেখতে হচ্ছে টাইগ্রেসদের। জ্যোতি বলেন, ‘আমাদের ব্যাটিং ইউনিট ভালো। কিন্তু নিয়মিত ধস নামছে, কেউ দায়িত্ব নিচ্ছে না। বল সহজেই ব্যাটে আসছে। কিন্তু তা কাজে লাগাতে পারছে না কেউ। প্রথম ৫ ব্যাটারের কেউ যখন ভালো করে না, ভালো স্কোর গড়াও কঠিন হয়ে ওঠে।’