বাংলাদেশ - শ্রীলঙ্কা সিরিজ

ভাষাগত সমস্যায় অ্যাডামস, প্রশংসায় ভাসালেন খালেদ-নাহিদকে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:10 শুক্রবার, 22 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সবশেষ কয়েক বছর ধরেই বাংলাদেশের ক্রিকেটে চলছে পেস বিপ্লব। তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামদের সঙ্গে রয়েছেন তানজিম হাসান সাকিব, নাহিদ রানাদের মতো এক ঝাঁক তরুণ পেসার। যাদেরকে নিয়ে আগামী দুই বছর কাজ করবেন আন্দ্রে অ্যাডামস। যার শুরুটা করেছেন ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে।

টি-টোয়েন্টি, ওয়ানডের পর এবার টেস্ট সিরিজেও কাজ করছেন অ্যাডামস। যেখানে শরিফুলের নতুন করে পেয়েছেন নাহিদ, খালেদ এবং মুশফিক হাসানকে। তবে বাংলাদেশে কাজ করতে এসে ভাষার চ্যালেঞ্জে পড়তে হচ্ছে পেস বোলিং কোচকে। কারণ দেশের বেশিরভাগ পেসারই ইংরেজির তুলনায় বাংলায় কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। অথচ অ্যাডামস কথা বলেন ইংরেজিতে।

সিলেট টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে অ্যাডামস বলেন, ‘আমার কাজের একটা দায়িত্ব হচ্ছে পেসারদের গড়ে তোলা। চ্যালেঞ্জ হচ্ছে, ওরা সব সময় খেলার মধ্যেই থাকছে। সুতরাং আপনাকে খেলার মধ্যেই উন্নতি করতে হবে। ভাষাগত সমস্যাও সামলাতে হচ্ছে। আমি কী দেখছি, ছেলেরা কী বুঝছে, তা সব সময় এক হচ্ছে না।’

এই সমস্যা সমাধানের উপায়ও খুঁজে পেয়েছেন বাংলাদেশের পেস বোলিং কোচ। যেখানে নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটারকে সহায়তা করছেন নাফিস ইকবাল। অ্যাডামস বলেন, ‘নাফিস আমাকে যথেষ্ট সাহায্য করছে। আমি ওদের বেশি বেশি তথ্য দিয়ে চাপে রাখতে চাই না। ওরা এই জায়গায় ভালো করেই এসেছে। আমি ওদের সেটাই ধরে রাখতে বলছি। এভাবেই আমি ওদের বোঝার চেষ্টা করছি।’

সকালের শুরুতে শ্রীলঙ্কাকে রীতিমতো চেপে ধরেছিলেন বাংলাদেশের পেসাররা। বিশেষ করে খালেদ ছিলেন বল হাতে দুর্দান্ত। তার সঙ্গে জুটি বেঁধে দারুণ বোলিং করেছেন নাহিদ ও শরিফুলও। শ্রীলঙ্কাকে অল আউট করতে খালেদ ও নাহিদ নিয়েছেন তিনটি করে উইকেট।তাদের দুজনের বোলিংয়ের প্রশংসা করেছেন অ্যাডামস।

খালেদকে নিয়ে তিনি বলেন, ‘তার বোলিংয়ের নিয়ন্ত্রণ ভালো। এই বোলিং আক্রমণটা বেশ নতুন। শরীফুল আজ কিছু কিছু ক্ষেত্রে ভালো করেছে। রানা ও খালেদ আজ জুটি বেঁধে ভালো বোলিং করেছে, যা দেখে ভালো লেগেছে।’

অভিষেক হওয়া নাহিদকে নিয়ে অ্যাডামসের ভাষ্য, ‘সে প্রতিভাবান ও গতিময়। আজ প্রায় সব বলই দেখলাম ১৪৫ কিলোমিটারে করেছে। দারুণ বোলিং অ্যাকশন। সে একেবারেই তরুণ এবং তার অনেক কিছুই শেখার আছে।’