আইপিএল

প্রথম ম্যাচে সূর্যকুমারকে পাচ্ছে না মুম্বাই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:38 মঙ্গলবার, 19 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুতে সূর্যকুমার যাদবকে পাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্স। এই মারকুটে ব্যাটারকে এখনও ভারতের ন্যাশনাল অ্যাকাডেমীর মেডিকেল স্টাফরা ফিটনেসের ছাড়পত্র দেননি। ফলে আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে তারকাবহুল মুম্বাই ইন্ডিয়ান্স।

ফলে আগামী ২৪ মার্চ গুজরাট টাইটান্সের বিপক্ষে এই তারকা ব্যাটারকে ছাড়াই খেলতে হচ্ছে হার্দিক পান্ডিয়ার দলকে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে সূর্য এখনও ম্যাচ খেলার মতো ফিট নন। আগামী ২১ মার্চ আবারও তাকে ফিটনেস পরীক্ষা দিতে হচ্ছে।

ধারণা করা হচ্ছে প্রথম ম্যাচ তো বটেই। আইপিএলের শুরুর ভাগে বেশ কয়েকটি ম্যাচে সূর্যকুমারকে ছাড়াই খেলতে হবে মুম্বাইকে। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই জাতীয় দলের এই নির্ভরযোগ্য ব্যাটারকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না চিকিৎসকরা।

জানা গেছে শতভাগ ফিটনেস ফিরে না পাওয়া পর্যন্ত সূর্যকুমারকে ছাড়পত্র দেয়া হবে না। এরই মধ্যে ইন্সটাগ্রামে সূর্যকুমার যাদব একটি হৃদয় ভেঙে যাওয়ার ইমোজি দিয়ে স্টরি দিয়েছেন। ফলে সূর্যকুমারকে নিয়ে আরও বেশি শঙ্কা তৈরি হয়েছে।

এদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ সূর্যকুমারকে নিয়ে বলেছেন, ‘আমরা বিসিসিআই থেকে সূর্যকুমার সম্পর্কে আপডেটের জন্য অপেক্ষা করছি। আমরা সব সময় ফিটনেস সমস্যার মধ্যেই রয়েছি। তবে আমাদের একটি বিশ্বমানের মেডিক্যাল টিম রয়েছে। ফিটনেসের ক্ষেত্রে আমরা একজন বা দুজনকে হারাতে পারি। তবে আমাদের খেলাধুলার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে।’

গত বছর ডিসেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ় খেলার পর থেকে মাঠের বাইরে এই ডানহাতি ব্যাটার। প্রথমে গোড়ালির চোটের জন্য ছিটকে গিয়েছিলেন তিনি। এরপর জার্মানিতে হার্নিয়ার অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে। এরপর থেকেই পুনর্বাসন চলছে এই ভারতীয় ক্রিকেটারের।