বাংলাদেশ - অস্ট্রেলিয়া সিরিজ

বিশ্বকাপ প্রস্তুতির সঙ্গে ওয়ানডের ৯ পয়েন্টও চায় অস্ট্রেলিয়া

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:02 মঙ্গলবার, 19 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছরের সেপ্টেম্বরে-অক্টোবরে বাংলাদেশের মাটিতে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিলেও ওয়ানডেতে পূর্ণ ৯ পয়েন্ট পেতে চায় সফরকারীরা।

২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সবশেষ বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া। তবে দ্বিপাক্ষিক সিরিজে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে এই দুই দল। ২০২২-২৫ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় খানিকটা ‘বাধ্য’ হয়েই বাংলাদেশের সঙ্গে ওয়ানডে খেলতে হচ্ছে অজিদের। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তুর্ভূক্ত হওয়ায় প্রতিটি ম্যাচের জন্য থাকছে ৩ পয়েন্ট।

তিন ম্যাচের জন্য বরাদ্দ থাকছে ৯ পয়েন্ট। পুরো সিরিজের পূর্ণ ৯ পয়েন্টই পেতে চায় অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের পাশাপাশি টি-টোয়েন্টিকেও গুরুত্ব দিয়ে দেখছে তারা। বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ায় এই সিরিজ দিয়ে সেটির প্রস্তুতি নিতে চায় সফরকারীরা। অস্ট্রেলিয়ার প্রধান কোচ শেলি নিটস্কে জানিয়েছেন, বিশ্বকাপের প্রস্তুতির জন্য টি-টোয়েন্টি সিরিজকে তারা যথাযথভাবে ব্যবহার করতে চান।

এ প্রসঙ্গে নিটস্কে বলেন, ‘এখানে দুটো ব্যাপার আছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আইসিসি চ্যাম্পিয়নশিপের মূল্যবান পয়েন্ট আছে তাই এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু যে কন্ডিশনে আমরা বিশ্বকাপ খেলব সেখানে টি-টোয়েন্টি খেলার সুযোগ পাওয়া দারুণ ব্যাপার। সবদিক বিবেচনা করলে সিরিজটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

‘যতবার আমরা মাঠে নামি সবসময়ই আমাদের উন্নতির সুযোগ থাকে। আমর আমাদের সেরা একাদশ বাছাই করতে চাই এবং ম্যাচ জিততে চাই। কিন্তু এই কন্ডিশনে কারা ভালো করে সেটা আমরা খুঁজে বের করতে চাই। সেপ্টেম্বরে যখন আমরা ফিরে আসব তখনকার জন্য আমরা নিজেদের প্রস্তুত করতে চাই।’

বাংলাদেশ সফরে আসার আগে ছিটকে গেছেন ডার্সি ব্রাউন। শুধু বাংলাদেশ সফরই নয় বাঁ পায়ের হাড়ের চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে ২১ বছর বয়সি এই পেসারকে। ব্রাউন ছিটকে গেলেও স্কোয়াডে যুক্ত করা হয়নি নতুন কোন পেসারকে। যদিও তাতে কোন সমস্যা দেখছেন না অস্ট্রেলিয়ার কোচ।

নিটস্কে বলেন, ‘আমার মনে হয় এটির ফলে খুব সম্ভবত আমাদের (পরিকল্পনায়) কিছুটা পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা এখনও বিশ্বাস করি বোলিংয়ে আমাদের যথেষ্ট বিকল্প রয়েছে। এলিস পেরি ডব্লিউপিএলে (দারুণ বোলিং) করেছে। আমাদের দলে এখনও তাহলিয়া ম্যাকগ্রা এবং অ্যানাবেল সাদারল্যান্ড রয়েছে।’