আইপিএল

আইপিএলে খেলতে ভারতের উদ্দেশে মুস্তাফিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:01 মঙ্গলবার, 19 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

শঙ্কা কাটিয়ে ভারতের উদ্দেশে যাত্রা করেছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি এই পেসার আইপিএলের আসন্ন আসরে খেলবেন পাঁচ বারের শিরোপাজয়ী চেন্নাই সুপার কিংসের হয়ে। মুস্তাফিজের আইপিএলে যাওয়ার সংবাদটি তিনি নিজেই জানিয়েছেন।

গতকালই বাংলাদেশের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ম্যাচটিতে খেলেন মুস্তাফিজ। প্রথম দুই ম্যাচে এই পেসার ছিলেন একাদশের বাইরে। তানজিম হাসান সাকিব শেষ ম্যাচে ইনজুরির কারণে বাদ পড়লে তার জায়গায় একাদশে জায়গা করে নেন মুস্তাফিজ।

ম্যাচটিতে ৯ ওভার হাত ঘুরিয়ে ৩৯ রানে ২ উইকেট নেন মুস্তাফিজ। ৪৮তম ওভারে বল করতে গিয়ে পেশিতে টান পড়েছিল তার। এরপর উরুতে হাত দিয়ে থেমে গিয়ে আর দাঁড়াতে পারেননি এই পেসার। সঙ্গে সঙ্গে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় মুস্তাফিজকে।

২৮ বছর বয়সী মুস্তাফিজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, 'আমার নতুন অভিযান নিয়ে আমি রোমাঞ্চিত ও উন্মুখ। ২০২৪ সালের আইপিএলের জন্য চেন্নাইয়ে যাচ্ছি। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি আমার সেরাটা দিতে পারি।'

অন্যান্য দলের মতোই চেন্নাইয়ের স্কোয়াডে বিদেশি ক্রিকেটার আট জন। এদের মধ্যে দুজন হলেন মুস্তাফিজ এবং শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা। বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন পাথিরানা।

ইনজুরি থেকে সেরে উঠতে চার সপ্তাহের মতো সময় লাগবে তার। ফলে পুরো আইপিএলেই তার খেলা নিয়ে শঙ্কা আছে। একইসাথে পুরো আইপিএলে খেলার সম্ভাবনাও তৈরি হয়েছে মুস্তাফিজের সামনে। গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত নিলামে মুস্তাফিজকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে ভেড়ায় চেন্নাই।