ডিপিএল

বিপ্লবের ছক্কায় শেষ ওভারে জিতল রূপগঞ্জ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:42 সোমবার, 18 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

শেষ ওভারে জয়ের জন্য মাত্র ৬ রান প্রয়োজন ছিল লিজেন্ডস অব রূপগঞ্জের। ওভারের প্রথম তিন বলে কোনো রান তুলতে পারেননি উইকেটে থিতু হওয়া আমিনুল ইসলাম বিপ্লব। কিন্তু কাজী অনিকের চতুর্থ বলে লং অন দিয়ে দারুণ ছক্কা হাঁকিয়ে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করার পাশপাশি দলের জয় নিশ্চিত করেন তিনি। ফলে দুই বল ও এক উইকেট হাতে রেখেই টানা তৃতীয় জয় পায় দলটি।

বিকেএসপির ৪ নম্বর মাঠে টস হেরে শুরুটা ভালো হয়নি রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের। প্রথম ওভার থেকেই ধুঁকতে থাকা দলটি ৯ রান তুলতেই হারায় তিন উইকেট। ওপেনার আব্দুলাহ আল মামুন আগের রাউন্ডের মত এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন রানের খাতা খুলতে। এরপর চলতি মৌসুমে প্রথমবার খেলতে নামা আইচ মোল্লা ফিরেছেন মাত্র ৫ রানে।

এরপর উইকেটে আসা শামসুর রহমান শুভ দ্বিতীয় বলেই আল আমিনের বলে বোল্ড হয়েছেন। পর পর দুই ম্যাচেই শূন্য রানে ফিরলেন তিনি। এই ধাক্কা সামাল দেন আরেক ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। অধিনায়ক ফরহাদ হোসেনকে নিয়ে ১২৫ রানের জুটি গড়েন তিনি। এ সময় দুজনই হাফসেঞ্চুরির দেখা পান।

শুভাগত হোমের বলে ডিপ ব্যাকওয়ার্ডে তিন রান নিয়ে ৮৮ বলে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন ফরহাদ। তাতে দলের রান একশ পার হয়। এরপর দেখেশুনে খেলতে থাকা রবিন হাফসেঞ্চুরি পূর্ণ করেন ১০৩ বলে। কিন্তু মোহাম্মদ শহিদুলের ডেলিভারিতে বোল্ড হলে ৫১ রানেই থামে তার ইনিংস। এরপর আব্দুল হালিম ফেরান ৭৪ রান করা ফরহাদকে।

সবশেষ আরাফাত সানি জুনিয়রের ২৩ ও সোহাগ গাজীর ১৭ রানে নির্ধারিত ওভার শেষে ২০৯ রানের সংগ্রহ দাঁড় করায় দলটি। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন হালিম। আল আমিন দুটি ও আলাউদ্দিন বাবু, শহিদুল নিয়েছেন একটি করে।

জবাবে খেলতে শুরুটা ভালো হলেও দ্রুত দুই উইকেট হারিয়ে বিপাকে পরে লিজেন্ডস। আগের দুই ম্যাচে ব্যর্থ হওয়া তৌফিক খান এই ম্যাচে খেলেছেন দায়িত্বশীল ইনিংস। আগের ম্যাচে ৯১ রান করা সাদমান ইসলাম এদিন ফিরেছেন ১০ রান করেই। তিনে নামা মুমিনুল হকও ফিরেছেন মাত্র ২ রানে। এরপর মোহাম্মদ রিজয়ানকে নিয়ে রান তুলতে থাকেন তৌফিক। ৫৬ বলেই নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন। কিন্তু অনিকের বলে বোল্ড হলে ৬২ রানে থামতে হয় তাকে।

আগের দুই রাউন্ডের মতো এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন শুভাগত ও শামিম হোসেন পাটোয়ারিও। তাদের ব্যর্থতার ভিড়ে একপাশ আগলে রেখে রান তুলতে থাকেন আমিনুল ইসলাম বিপ্লব। শহিদুলের সঙ্গে জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। কিন্তু ব্যক্তিগত ৩৪ রানের ফেরেন শহিদুল।

সবশেষ বিপ্লবের ব্যাটে করেই জয় নিশ্চিত করে লিজেন্ডস অব রূপগঞ্জ। ৭১ বলে ৫১ রানের দারুণ ইনিংস খেলে অপরাজিত থাকেন ডানহাতি এই ব্যাটার। রূপগঞ্জ টাইগার্সের হয়ে সোহাগ গাজী ও আরাফাত সানি জুনিয়র নিয়েছেন দুটি করে উইকেট। এ ছাড়া সালমান, নাবিল খান, অনিক ও মামুন পেয়েছেন একটি করে।