আফগানিস্তান- আয়ারল্যান্ড সিরিজ

রশিদের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজে ফিরল আফগানিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:54 সোমবার, 18 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ১০ রানে হারিয়েছে আফগানিস্তান। রশিদ খানের অলরাউন্ড পারফরম্যান্সে এই জয় তুলে নেয় আফগানরা। একইসাথে সিরিজেও ১-১ ব্যবধানে সমতায় ফিরিয়েছে তারা।

শারজাহতে টস জিতে আগে ব্যাটিং নেমে শুরুটা ভালো করেনি আফগানরা। শুরুতেই টপ অর্ডারে ধ্বস নামে দলটির। চার ওভারের মধ্যে মাত্র ১৪ রান তুলতেই চার উইকেট হারায় আফগানরা। মার্ক অ্যাডায়ার, জস লিটলদের পেসের সঙ্গে মানিয়ে নিতে পারছিল না দলটি।

লিটলের বলে রহমানউল্লাহ গুরবাজ বোল্ড হন মাত্র ৩ রান করে। একই ওভারে অ্যাডায়ার তুলে নেন ইব্রাহিম জাদরান (৫) এবং মোহাম্মদ ইসহাককে (০)। পরের ওভারে ইনফর্ম আজমতউল্লাহ ওমরজাইকে ফেরান লিটল।

তার গুড লেংথের ডেলিভারিটি ব্যাটের কানায় লেগে উইকেটের পেছনে চলে যায়, লুফে নেন উইকেটরক্ষক লরকান টাকার। এরপর সেদিকুল্লাহ আতাল এবং মোহাম্মদ নবির ৭৯ রানের জুটিতে ম্যাচে ফিরে আফগানরা।

ওপেনার আতাল ৩২ বলে ৩৫ রান করে রানআউট হলেও হাফ সেঞ্চুরি তুলে নেন নবি। ৩৮ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় ৫৯ রান করেন তিনি। শেষদিকে ১২ বলে ২৫ রানের ক্যামিও খেলে আফগানদের সংগ্রহ ১৫২ তে নিয়ে যান রশিদ। অ্যাডায়ার তিনটি, লিটল দুটি এবং ব্যারি ম্যাকার্থী দুটি উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ৪৯ রান তোলে আয়ারল্যান্ড। ১৫ বলে ২৪ রান করে পাওয়ার প্লে'র শেষ ওভারে বোল্ড হয়ে ফিরে যান পল স্টার্লিং। অধিনায়ক ফেরার পর খেই হারিয়ে ফেলে আফগানরা।

নানগেলিয়া খারোতে, রশিদ এবং নবির সম্মিলিত আক্রমণের সামনে একটুও সুবিধা করতে পারেনি দলটি। টাকারকে দশ রানে বিদায় করার পরের বলে টেক্টরকে শূন্য রানে বোল্ড করেন রশিদ। একটু পর কার্টিস ক্যাম্ফারকে কট এন্ড বোল্ড করেন নবি।

পরের ওভারে জর্জ ডকরেলকে (৫) বোল্ড করেন রশিদ। আইরিশদের হয়ে সর্বোচ রান আসে অ্যান্ডি বালবির্নির (৪৫) ব্যাটে। শেষদিকে গ্যারেথ ডিলানি ১৮ বলে ৩৯ রান করলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। ৮ উইকেটে ১৪২ রানে থামে আইরিশরা। মাত্র ১৪ রানে ৪ উইকেট নেন রশিদ।