ডিপিএল

পারভেজের সেঞ্চুরির পর মেহেদীর হ্যাটট্রিকে প্রাইমের রোমাঞ্চকর জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:02 রবিবার, 17 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ম্যাচ জিততে শেষ ওভারে সিটি ক্লাবের প্রয়োজন ছিল ১৫ রান। শেখ মেহেদীর করা প্রথম তিন বলে ছক্কা ও চারে ১১ রান তুলে নেয় সিটি ক্লাব। তাতে করে শেষ তিন বলে তাদের প্রয়োজন মাত্র ৪ রান। হাতে ৬ উইকেট থাকার পরও শেষ পর্যন্ত সেটিই করতে পারলেন না তারা। টানা তিন বলে মেহেদী ফেরালেন সাজ্জাদুল হক রিপন, ইরফান হোসেন এবং মইনুল ইসলামকে। দারুণ হ্যাটট্রিকে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৩ রানের রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন মেহেদী। এর আগে সেঞ্চুরি করে প্রাইম ব্যাংককে ৩০৫ রানের পুঁজি এনে দিতে বড় ভূমিকা রেখেছিলেন পারভেজ হোসেন ইমন।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর মাঠে সিটি ক্লাবকে দুর্দান্ত শুরু এনে দেন সাদিকুর রহমান এবং জয়রাজ শেখ। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৬০ রান। তাদের দুজনের জুটি ভাঙেন সানজামুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের বলে বোল্ড হয়েছেন ৩৫ রান করা সাদিকুর। আরেক ওপেনার জয়রাজ আউট হয়েছেন হাফ সেঞ্চুরি করার পরই। নাইমের দারুণ ফিল্ডিংয়ে রান আউট হয়েছেন তিনি।

জয়রাজের ব্যাট থেকে এসেছে ৫৫ রান। এরপর সিটি ক্লাবকে এগিয়ে নিতে থাকেন শাহরিয়ার কমল এবং রাফসান আল মাহমুদ। হাফ সেঞ্চুরিয়ান শাহরিয়ারকে ফিরিয়ে জুটি ভাঙেন নাজমুল ইসলাম অপু। বাঁহাতি এই স্পিনারের বলে আনামুল হক আনামের ক্যাচ দিয়ে ফিরেছেন ৬৬ রান করা শাহরিয়ার। শেষ দিকে ঝড় তোলেন সাজ্জাদুল রিপন। খেলেছেন মাত্র ৩৭ বলে ৭৬ রানের ইনিংস। যদিও শেষ পর্যন্ত সিটি ক্লাবকে জেতাতে পারেননি তিনি। প্রাইম ব্যাংকের হয়ে চারটি উইকেট নিয়েছেন মেহেদী।

এর আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি প্রাইম ব্যাংক। গত ম্যাচে পারভেজের সঙ্গে শাহাদাত হোসেন দিপু ইনিংস শুরু করলেও এদিন ছিলেন তামিম। যদিও ব্যাট হাতে সফল হতে পারেননি প্রাইম ব্যাংকের অধিনায়ক। ইরফানের অফ স্টাম্পের বাইরের বলে এজ হয়ে উইকেটকিপারের গ্লাভসে ক্যাচ দিয়েছেন বাঁহাতি এই ওপেনার।

আম্পায়ার আউট দিলেও তামিমের দাবি বল প্যাডে লেগেছে। যদিও আম্পায়ারের সিদ্ধান্ত বহাল থাকায় ৬ রানেই ফিরতে হয় তাকে। এরপর তিনে নেমে পারভেজ ইমনকে সঙ্গে নিয়ে দারুণ জুটি গড়ে তোলেন জাকির হাসান। দারুণ ব্যাটিংয়ে ৪৮ বলে হাফ সেঞ্চুরি করেছেন বাঁহাতি এই ব্যাটার। আগের ম্যাচে সেঞ্চুরি পেরোনো ইনিংস খেলা পারভেজ হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন ৬১ বলে। তাদের দুজনের জুটি ভাঙেন মেহেদী হাসান।

ডানহাতি এই পেসারের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে মিড উইকেটে থাকা ইরফানের হাতে ক্যাচ দিয়েছেন জাকির। তিনে নেমে তাকে ফিরতে হয় ৭৭ বলে ৭৯ রানের ইনিংস খেলে। জাকিরের বিদায়ে ভাঙে ১৫৭ রানের জুটি। এদিকে চারে নেমে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি নাইম ইসলাম। অভিজ্ঞ এই ব্যাটার ফিরেছেন ২২ রানে। শুরু থেকেই সাবলীল ব্যাটিং করতে থাকা পারভেজ এদিনও সেঞ্চুরি পেয়েছেন।

১১৩ বলে সেঞ্চুরি পাওয়া পারভেজ আউট হয়েছেন ১০০ রানে। মইনুল ইসলামকে স্লগ করতে গিয়ে লং অনে আউট হয়েছেন তিনি। এরপর মোহাম্মদ মিঠুনের ২৯ বলে ৪২ রানের ইনিংস শেষ পর্যন্ত ৩০৫ রানের পুঁজি পায় প্রাইম ব্যাংক। সিটি ক্লাবের হয়ে একাই চার উইকেট নিয়েছেন ৪ উইকেট। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন মইনুল, ইরফান, সঞ্জিত সাহা এবং নাইমুর রহমান নয়ন।