ডিপিএল পরিবর্তন নয়, তামিমের চাওয়া আলাদা টি-টোয়েন্টি টুর্নামেন্ট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:53 শনিবার, 16 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

আন্তর্জাতিক ব্যস্ততার সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি, সবকিছু মাথায় রেখে ২০২১ সালের ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়িয়েছিল টি-টোয়েন্টি সংস্করণে। এবছরও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপের অনেক আগেই শুরু হয়েছে ডিপিএলের এবারের আসর। ২০ ওভারের বিশ্বকাপের বছর হলেও এবারও ডিপিএল হচ্ছে চিরচেনা সংস্করণে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হলেও ক্রিকেটারদের আক্ষেপ করে বলতে শোনা যায় ঘরোয়াতে টি-টোয়েন্টি টুর্নামেন্ট না থাকার কথা। বিশ্বকাপের কথা মাথায় রেখে তামিম ইকবালও সায় দিলেন ঘরোয়াতে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনে। তবে সেটির জন্য ডিপিএলের কোন পরিবর্তন চান না প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক। তামিমের চাওয়া, প্রয়োজন হলে ডিপিএলের দলগুলোকে সঙ্গে নিয়ে আলাদা টুর্নামেন্ট আয়োজন করা হোক।

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘যদি আপনার টি-টোয়েন্টি ফরম্যাট করতেই হয় তাহলে আপনার আলাদা একটা টুর্নামেন্ট করা উচিত। হয়তবা ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলোকে নিয়ে। আমরা আগেও দেখেছি এরকম হয়েছে। ৫০ ওভারের টুর্নামেন্ট এটা বাংলাদেশের ইতিহাস। ডিপিএল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। আমার মনে হয় না এটাকে পরিবর্তন করা উচিত। যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবনা থাকে তাহলে আলাদা টুর্নামেন্ট করতে পারেন।’

একটা সময় ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলে গেছেন ওয়াসিম আকরাম, সানাথ জয়াসুরিয়া, অর্জুনা রানাতুঙ্গা, ইউসুফ পাঠান থেকে শুরু করে ইয়ন মরগানের মতো ক্রিকেটাররা। সবশেষ কয়েক বছরে প্রিমিয়ার লিগ হলেও দেখা মেলে না ভালো মানের বিদেশি ক্রিকেটারের। গুঞ্জন আছে, ভালো বিদেশি না পাওয়ার কারণে ডিপিএলে বিদেশি ক্রিকেটার খেলানোর সিদ্ধান্ত সরে এসেছে ক্রিকেট বোর্ড।

এদিকে আরেকটি গুঞ্জন আছে, দেশের ডলার-সংকটের কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বিসিবি ও সিসিডএম। একটি পক্ষের দাবি, বিদেশি না থাকায় স্থানীয় ক্রিকেটাররা বেশি সুযোগ পাবেন। কদিন আগে এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিলেন ইমরুল কায়েস। এবার একই সুরে কথা বললেন তামিম। যদিও তার চাওয়া বারবার নিয়ম পরিবর্তন না করার।

তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় এটা ইতিবাচক দিক। বিদেশি না খেলা মানে ১২ টা স্থানীয় ক্রিকেটার সুযোগ পাওয়া, ১২টা দলে। নিয়মটা যদি একটা থাকে তাহলে ভালো। এবছর বিদেশি না পরের বছর আবার বিদেশি তাহলে একটু কনফিউজিং। কিন্তু ক্রিকেট বোর্ড বা সিসিডিএম যেটাই সিদ্ধান্ত নেয় একটা নিয়ম থাকলে ভালো।’

বিপিএলে ৪৯২ রান করে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছিলেন তামিম। তবে প্রাইম ব্যাংকের হয়ে ডিপিএলের শুরুটা ভালো হয়নি তার। প্রথম ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৭ রান করেছিলেন বাঁহাতি এই ব্যাটার। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে তিনে নেমে খেলেছিলেন ১৬ রানের ইনিংস। তবে মৌসুমের শুরুর দিকে হওয়ায় নিজের ব্যাটিং নিয়ে চিন্তিত নন তামিম।

তিনি বলেন, ‘মাত্র মৌসুম শুরু অবশ্যই আমি চাইবো বড় রান করার, বেশ অনেকগুলো রান করার। মাত্র দুটো ম্যাচ গেছে একটা বড় স্কোর হলে আমিও স্বস্তিবোধ করবো। দেখা যাক, আমি আমার ব্যাটিং নিয়ে খুশি।’