নিউজিল্যান্ড ক্রিকেট

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার রাচিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:57 বুধবার, 13 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বছরের শুরুতে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন রাচিন রবীন্দ্র। এবার নিজের দেশ নিউজিল্যান্ডেরও বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন। সবচেয়ে কম বয়সে স্যার রিচার্ড হ্যাডলি মেডেল পেয়ে রেকর্ড গড়েছেন তরুণ এই অলরাউন্ডার। মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন অ্যামেলিয়া কের।

নিউজিল্যান্ডের জার্সিতে ওয়ানডে অভিষেকের পর থেকেই দারুণ ছন্দে আছেন রাচিন। সবশেষ বিশ্বকাপেও ভারতের মাটিতে দাপট দেখিয়েছেন ২৪ বছর বয়সি এই অলরাউন্ডার। ছিলেন আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। যেখানে ৩টি সেঞ্চুরি আর দুটি হাফসেঞ্চুরিতে ৫৭৮ রান এসেছিল তার ব্যাট থেকে। সব মিলিয়ে গত বছর ২৫টি ওয়ানডে খেলেছেন রাচিন।

যেখানে ৪১ গড়ে ৮২০ রান করেন তিনি। বল হাতে নিয়েছেন ১৮টি উইকেট। টি-টোয়েন্টিতে ১৩৩.৮২ স্ট্রাইক রেটে ৯১ রানের পাশাপাশি নিয়েছেন ৫ উইকেট। ২০২৩ সালে কোনো টেস্ট না খেলা রাচিন চলতি বছর সাউথ আফ্রিকার বিপক্ষে খেলছেন ২৪০ রানের অসাধারণ ইনিংস। যা প্রোটিয়াদের বিপক্ষে তাদের প্রথম টেস্ট সিরিজ জয়ে বিশাল ভূমিকা রাখে।

এদিকে দলটির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন ড্যারিল মিচেল এবং টি-টোয়েন্টির বর্ষসেরা হয়েছেন মিচেল স্যান্টনার। গত বছরটা চোটের সঙ্গে লড়াই করেছেন উইলিয়ামসন। কিন্তু দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পরও দলটির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন উইলিয়ামসন। দলে ফিরে মাত্র ছয়টি টেস্ট খেলেছেন উইলিয়ামসন।

সাদা পোশাকের ক্রিকেটে ৫৬ গড়ে ৬১৯ রান এসেছে টপ অর্ডার এই ব্যাটারের ব্যাট থেকে। যেখানে চারটি সেঞ্চুরি করেছেন এই কিউই ব্যাটার। সাউথ আফ্রিকার বিপক্ষে কিছুদিন আগেই টানা দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তিনি। এদিকে টানা দ্বিতীয় বারের মতো নারী বর্ষসেরা ক্রিকেটার 'ডেবি হকলি মেডেল' পেয়েছেন কের।

অ্যামিলিয়া গত বছর ওয়ানডেতে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ৬৭ গড়ে তার ব্যাট থেকে আসে ৫৪১ রান। টি-টোয়েন্টিতেও ১১৮ স্ট্রাইক রেটে ৪২ গড়ে ২৫২ রান করেন তিনি। যা এই সংস্করণে দলটির দ্বিতীয় সর্বোচ্চ। ফলে ওয়ানডে ও টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও উঠে ২৩ বছর বয়সী এই অলরাউন্ডারের হাতে।