আইপিএল

আইপিএল থেকে সরে দাঁড়ালেন ব্রুক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:10 বুধবার, 13 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন মার্ক উড। আইপিএল শুরুর সপ্তাহখানেক আগে এবার নিজেকে সরিয়ে নিয়েছেন হ্যারি ব্রুক। ব্যক্তিগত কারণ দেখিয়ে এবারের মৌসুম না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের এই ক্রিকেটার।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দলে ছিলেন ব্রুক। আবু ধাবিতে ইংল্যান্ডের অনুশীলন ক্যাম্পেও ছিলেন মিডল অর্ডার এই ব্যাটার। তবে হায়দরাবাদের বিমান ধরার আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের নাম সরিয়ে নেন তিনি। একই কারণে এবার ২০২৪ আইপিএলেও খেলবেন না ২৪ বছর বয়সি এই ক্রিকেটার।

সেই সময় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) বিবৃতিতে বলা হয়েছিল, ‘হ্যারি ব্রুকের পরিবারের পক্ষ থেকে গোপনীয়তার অনুরোধ করা হয়েছে। এ কারণে ইসিবিও সংবাদমাধ্যম ও জনসাধারণকে ব্রুকের পরিবারের ইচ্ছাকে সম্মান জানানোর এবং তাদের ব্যক্তিগত বিষয় থেকে দূরে থাকার অনুরোধ করছে।’

ব্যক্তিগত কারণ দেখিয়ে ইংল্যান্ডের ক্রিকেটারদের সরে দাঁড়ানোর প্রবণতায় অসন্তুষ্ট আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা। এমন অপ্রত্যাশিত ও আকস্মিক সিদ্ধান্ত নিলামের পরিকল্পনা ব্যাহত করে বলে জানান তারা। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সঙ্গে এই ইস্যু নিয়ে কথা বলতে চায় ফ্র্যাঞ্চাইজিরা।

এক কর্মকর্তা জানান, একজন খেলোয়াড় যখন নিলামে নিবন্ধন করেন তখন সেই প্রতিশ্রুতিকে সম্মান করা উচিত। এটা প্রত্যাখান করাটা অপেশাদার। বিসিসিআইয়ের উচিত এটার সমাধান করা। এদিকে এবারই প্রথম এমন ঘটনা ঘটেনি। এর আগে একই কারণে নিজেদের সরিয়ে নিয়েছেন অ্যালেক্স হেলস, জেসন রয় এবং মিচেল স্টার্কও।

২০২৩ আইপিএলে ১৩ কোটি ২৫ লাখ রুপিতে ব্রুককে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে প্রত্যাশা মেটাতে না পারায় এবারের মৌসুমের নিলামের আগে তাকে ছেড়ে দেয় দলটি। তবে ৪ কোটি রুপিতে ব্রুককে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু নাম সরিয়ে নেয়ায় বিপাকে পড়তে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটিকে। এখন পর্যন্ত ২৪ বছর বয়সি এই ব্যাটারের বিকল্প ঘোষণা করেনি দিল্লি।